আবার অনেক ব্যথা এমনও রয়েছে যা ওষুধের মাধ্যমেও পরিপূর্ণভাবে নিরাময় হয় না। চলতে ফিরতে, উঠতে বসতে চরম কষ্টের শিকার হতে হয় ব্যথার কারণে। ফলে হতাশা এবং অস্থিরতার মধ্যে জীবন অতিবাহিত হতে থাকে। এমন মানুষদের জন্যে আশার আলো রয়েছে সামনের হাদিস শরিফে।
এক সাহাবি রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যথার অভিযোগ করলেন। নবীজি বললেনঃ তোমার ব্যথাযুক্ত স্থানে হাত বুলাও, তিনবার বিসমিল্লাহ পড় এবং সাতবার এ দোয়াটি পাঠ কর।
সাহাবি বলেন, আমি তাই করলাম। আল্লাহ তাআলা আমার যে কষ্ট ছিল তা দূর করে দিয়েছেন। দোয়াটি হচ্ছে এই-
আরও পড়ুন: আত্মহত্যা নিয়ে ইসলাম কী বলে
أَعُوذُ بِعِزَّةِ اللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أجِدُ وَأُحَاذِرُ
উচ্চারণ: আউযু বি ইয্যাতিল্লাহি ওয়া ক্বুদরাতিহী মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু।
অর্থ: আমি আল্লাহর ইজ্জত এবং কুদরতের আশ্রয় গ্রহণ করছি, সেই মন্দ থেকে যা আমি পাচ্ছি এবং যা থেকে আমি ভয় করছি।
(মুসলিম-২২০২,তিরমিজি-২০৮০)
১. উক্ত দোয়া পাঠের মাধ্যমে একদিকে যেমন আমরা ব্যথা থেকে মুক্তি লাভ করতে পারব। সেই সাথে আবার আমরা আল্লাহ পাকের প্রিয় পাত্রও হতে পারব। কেননা, এ জাতীয় দোয়া শুধু আমাদের শারীরিক উপকার করবে তা নয়; বরং তা আমাদের আত্মিক উপকার সাধনও করবে, ইনশাআল্লাহ।
২. আরবি দোয়া বাংলা উচ্চারণে বিশুদ্ধভাবে পাঠ করা যায় না। তাই কোনো আলেমের কাছে অথবা বিশুদ্ধ উচ্চারণের অধিকারী কোনো ব্যক্তি থেকে দোয়াটির বিশুদ্ধ উচ্চারণ শিখে নেওয়ার অনুরোধ করছি। কেননা বিশুদ্ধ উচ্চারণ ছাড়া উপকার লাভ হয় না।
লেখক: শিক্ষক, জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ ঢাকা, খতিব, আজিমপুর ছাপড়া মসজিদ, পরিচালক, দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ
]]>