যুক্তরাজ্যে ‘পাকিস্তান চ্যাম্পিয়নস’ দলের হয়ে খেলছেন সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজরা। তবে ব্যক্তিমালিকানাধীন কোনো লিগে ভবিষ্যতে পাকিস্তানের নাম ব্যবহার করতে পারবেন না তারা। পিসিবির এক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টেলিকম এশিয়া স্পোর্টস জানিয়েছে, গত বৃহস্পতিবার (৩১ জুলাই) বোর্ড অব ডিরেক্টরসের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
আরও পড়ুন: রুট-কৃষ্ণার তর্কাতর্কিতে কে কী বলেছিলেন
সেমি-ফাইনালে ভারত ম্যাচ বয়কট করায় ফাইনালে পৌঁছে গেছে পাকিস্তান। ফাইনালে তারা খেলবে দক্ষিণ আফ্রিকা লিজেন্ডসের বিপক্ষে। যদিও বোর্ডের শীর্ষ কর্তারা অসন্তুষ্ট, তবে এই ম্যাচটি খেলতে অনুমতি দিয়েছে পিসিবি। কিন্তু তারা স্পষ্ট করেই বলে দিয়েছে যে, ভবিষ্যতে কোনো লিগে বোর্ডের আনুষ্ঠানিক অনুমতি ছাড়া পাকিস্তানের নাম ব্যবহার করতে পারবে না।
টেলিকম এশিয়া স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি কেনিয়া, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ছোট পরিসরে বিভিন্ন লিগ হয়। আর সেই লিগগুলোতে পিসিবির অনুমতি ছাড়াই পাকিস্তান নাম ব্যবহারের প্রবণতা বেড়ে গেছে। অনেক ক্ষেত্রে এসব টুর্নামেন্টের মান ও তদারকি নিয়েও প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন: টাইগারদের মানসিকতা ও টেকনিকে গুরুত্ব দিতে চান পাওয়ার হিটিং কোচ উড
এদিকে পাকিস্তান সরকার ও ক্রীড়াবিষয়ক তত্ত্বাবধায়ক সংস্থা ইন্টার-প্রভিন্সিয়াল কো-অর্ডিনেশন (আইপিসি) মন্ত্রণালয় এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। আইপিসি মন্ত্রণালয়ের মতে, আন্তর্জাতিক ক্রীড়া আসরে বিশেষ করে ব্যক্তিমালিকানাধীন বা অননুমোদিত প্রতিযোগিতায় দেশের মর্যাদা রক্ষা করা জরুরি। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস লিগ আইসিসির অনুমোদিত কোনো টুর্নামেন্ট নয়।
তবে টুর্নামেন্টটির ওয়েবসাইটে বলা হয়েছে, ডব্লিউসিএল একমাত্র লিজেন্ডস ক্রিকেট লিগ, যা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের অনুমোদনপ্রাপ্ত।
]]>