এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল সাতটার দিকে দুর্বৃত্তরা একে একে ১৪ থেকে ১৫ টি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় বোমার বিকট শব্দে নিজামপুর বাজার সংলগ্ন এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
আরও পড়ুন: যশোরের প্রধান ডাকঘর থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, সকালে নিজামপুর বাজারে ইদ্রিসের চালের দোকানের পাশে মুহুর্মুহু বোমার বিস্ফোরণ ঘটেছে। খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার অংশ বিশেষ (আলামত) সংগ্রহ করা হয়েছে।
আরও পড়ুন: যশোরে বোমা বিস্ফোরণে শিশু খাদিজা নিহতের ঘটনায় যুবক আটক
ওসি আরো বলেন, কারা কি কারণে এই বোমার বিস্ফোরণ ঘটিয়াছে তা পুলিশ খতিয়ে দেখছে।
জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।
]]>