বোমা ফেলে ইরানের পরমাণু শিল্প ধ্বংস করা যাবে না

১ দিন আগে
বোমাবর্ষণে ইরানের পারমাণবিক শিল্প ধ্বংস করা ‘অসম্ভব’ বলে মন্তব্য করেছেন দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি।

বুধবার (২ জুলাই) মন্ত্রিসভার সাপ্তাহিক অধিবেশনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে, তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরাইলি ও মার্কিন সামরিক হামলাকে জাতিসংঘের সনদের প্রতি আঘাত বলে উল্লেখ করে নিন্দা জানান।

 

তিনি বলেন, 

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলা ইঙ্গিত দেয় যে বিশ্বে জঙ্গলের আইন প্রচলিত এবং শক্তি ছাড়া কেউ টিকে থাকতে পারে না। ইরানি জাতি এটি খুব ভালোভাবে উপলব্ধি করেছে।

 

এইওআই-প্রধান জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক শিল্প এমন কিছু নয় যা বোমা দিয়ে নির্মূল করা যাবে, কারণ এটি একটি দেশীয় শিল্প এবং দেশেই প্রযুক্তি স্থাপন করা হয়েছে। 

 

আরও পড়ুন: ইসরাইল ও নেতানিয়াহুর পতন আসন্ন: ইরানি জেনারেল

 

ইরানের পারমাণবিক শিল্পের অগ্রগতি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

]]>
সম্পূর্ণ পড়ুন