বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা:বাসিন্দাদের স্থান ত্যাগের আহ্বান

৪ দিন আগে
এএফপিটিভির ফুটেজে দেখা গেছে, শনিবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলীতে হামলা হয়েছে। এর কিছু সময় আগেই ইসরায়েলি সেনাবাহিনী বাসিন্দাদেরকে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশনা দেয়।  মঙ্গলবার থেকে শুরু করে শহরটির দক্ষিণ শহরতলীতে বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইসরায়েল। সেখানে হেজবুল্লাহর সুরক্ষিত ঘাঁটি রয়েছে।  হামলার অল্প সময় আগে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচে আদ্রাই হারেত হারেইক শহরতলী থেকে বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়ে এক্সে পোস্ট করেন। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বলছে, “শত্রু” তিন দফা বিমান হামলা চালিয়েছে, যার একটি হারেত হারেইকের কাছে। “হারেত হারেইকের কাছে প্রথম হামলায় কয়েকটি ভবন ধ্বংস হয়েছে এবং এলাকার ক্ষয়ক্ষতি হয়েছে”, বলছে এনএনএ।  বার বার ইসরায়েলি বিমান হামলার কারণে বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে গণহারে বেসামরিক মানুষ অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়েছে। তবে কেউ কেউ দিনের বেলায় তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা পর্যবেক্ষণ করতে ফিরে আসেন। এনএনএ জানিয়েছে , লেবাননের দক্ষিণে ইসরায়েল শুক্রবার রাত ও শনিবার দিনের শুরুতে বেশ কয়েকবার হামলা করেছে। ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি পদাতিক সেনা ব্যাটালিয়নের সদরদপ্তরে রাতভর দুই দফা রকেট হামলার দাবি করেছে হেজবুল্লাহ।  গত বছরের অক্টোবরে  হেজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা- হামলা শুরুর পর থেকে তিন হাজার ৪৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের কর্তৃপক্ষ। এই সংঘাতে লেবাননের অর্থনৈতিক ক্ষতির মূল্যমান ৫০০ কোটি ডলারেরও বেশি। বৃহস্পতিবার বিশ্ব ব্যাংক জানিয়েছে, প্রকৃত অবকাঠামোগত ক্ষতির পরিমাণ আরও কোটি কোটি ডলারেরও বেশি।
সম্পূর্ণ পড়ুন