বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেছেন, এডিসন নাকি অন্য কেউ
২৩ ঘন্টা আগে
১
১৮৭০-এর দশকে মানুষ রাতে আলো জ্বালাত গ্যাস বা কেরোসিনের বাতি দিয়ে। কিন্তু এগুলো ছিল বেশ ঝুঁকিপূর্ণ। এসব থেকে আগুন লাগার ভয় ছিল। বাতাসও দূষিত হতো। আবার মোমবাতির আলো ছিল খুবই কম। তাই সবাই নিরাপদ ও উজ্জ্বল আলোর অপেক্ষায় ছিল।