বেসরকারি সংস্থার ট্রেনিং সেন্টারসহ পুড়ল ৫ স্থাপনা

৩ সপ্তাহ আগে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে বেসরকারি সংস্থার একটি ট্রেনিং সেন্টারসহ পাঁচটি স্থাপনা।

রোববার (০১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া উপজেলার ৭ নম্বর নৌকার মাঠ রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন।

 

প্রাথমিকভাবে একটি ট্রেনিং সেন্টারসহ ৫টি স্থাপনা পুড়ে যাওয়ার তথ্য দিলেও, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টরা কাজ করছেন বলে জানান তিনি।

 

স্থানীয়দের বরাতে আরিফ হোসাইন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়ার ৭ নম্বর নৌকার মাঠ রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকের বেসরকারি সংস্থার পরিচালিত একটি ট্রেনিং সেন্টার আকস্মিক আগুন লাগে। পরে তা আশপাশের স্থাপনাগুলোতেও ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ঘটনাটি জানালে উখিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। 

 

আরও পড়ুন: বরিশালে কয়েকটি গোডাউনে ভয়াবহ আগুন, হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট 

 

স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে জানা যায়। 

 

ওসি বলেন, ‘ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাথমিকভাবে ট্রেনিং সেন্টারটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তারপরও আগুনের সূত্রপাতের কারণ জানতে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ কাজ করছে।’

 

তবে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান আরিফ হোসাইন।

]]>
সম্পূর্ণ পড়ুন