বেলজিয়ামের রানি, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও আইএমএফের এমডির সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ

১ সপ্তাহে আগে
বেলজিয়ামের রানী ম্যাথিল্ড ও ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এক অনুষ্ঠানের ফাঁকে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

প্রধান উপদেষ্টার প্রেস অফিস জানায়, বেলজিয়ামের রানি ম্যাথিল্ড প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া সাক্ষাৎ করেছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন।

 

আরও পড়ুন: আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান প্রয়োজন: ড. ইউনূস

 

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভাও।

 

এর আগে সোমবার স্থানীয় সময় বিকেল ৩টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সফর সঙ্গী হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের ৬ উপদেষ্টাসহ বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা।

 

এদিকে এদিন বাংলাদেশি বংশোদ্ভূত নিহত নিউইয়র্ক পুলিশ সদস্য দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন।

 

এ সময় নিহত পুলিশ সদস্য দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন। এরপর তারা প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের সঙ্গে ছবিও তোলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন