বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন ২২ বছর বয়সী দেভাল্ড ব্রেভিস ও ১৯ বছর বয়সী লুহান-দ্রে প্রেটোরিয়াস। দুজনই আছেন অভিষেকের অপেক্ষায়। অভিষেকের অপেক্ষায় থাকা আরও দুজন–ব্যাটার লেসেগো সেনোকোয়ানে, স্পিনার প্রেনিলান সুব্রায়েন ও ফাস্ট বোলার কোডি ইউসুফও দলে ডাক পেয়েছেন। এছাড়া গত বছর ফেব্রুয়ারিতে শেষবার টেস্ট খেলা যুবায়ের হামজাকেও দলে রাখা হয়েছে।
তবে স্পটলাইট থাকবে ব্রেভিস ও প্রেটোরিয়াসের দিকেই। ২২ ও ১৯ বছর বয়সী এই দুই ব্যাটারকে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের ভবিষ্যৎ বলে বিবেচনা করা হচ্ছে। বয়সভিত্তিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাদের পারফরম্যান্স এরই মধ্যে ক্রিকেটবিশ্বে তাদের পরিচিতি এনে দিয়েছে। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ৬ ইনিংসে ৫০৭ রান করে শেখর ধাওয়ানের রেকর্ড ভেঙে দিয়েছিলেন ব্রেভিস। সেই বিশ্বকাপে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। অন্যদিকে, ১৯ বছর বয়সী প্রেটোরিয়াস ২০২৫ এর এসএ টি-২০'র সর্বোচ্চ রানসংগ্রাহক। যেখানে তিনি ১২ ইনিংসে ৯৭, ৮৩ এবং ৫৯ রানের তিনটি ইনিংস খেলেন, যা আসরের সর্বোচ্চ ৩০টি স্কোরের মধ্যে জায়গা করে নিয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশকে হারিয়ে মাসসেরা হলেন আমিরাতের অধিনায়ক
শুধু সাদা বলেই নয়, লাল বলেও সমান উজ্জ্বল তারা। ক্রিকেট সাউথ আফ্রিকার ২০২৪-২৫ ফার্স্ট ক্লাস প্রতিযোগিতায় ৫৭৩ রান নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ব্রেভিস, যেখানে ২টি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি আছে তার। ২০২৪ এ প্রথম শ্রেণির অভিষেকে ১২০ রানের ইনিংস খেলেছিলেন প্রেটোরিয়াস। পাঁচ ঘণ্টা ১০ মিনিট ব্যাট করে ২০৯টি বল খেলে ১১৪ রান করেছিলেন তিনি, যেখানে ৬৭.৯৪ শতাংশ ছিল ডট বল। তার এই ইনিংস নর্দানকে ওয়ান্ডারার্সের ফাইনালে বাঁচিয়ে দিয়েছিল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ডে অবস্থান করা দলের মাত্র ৮জন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের স্কোয়াডে আছেন–তেম্বা বাভূমা, ডেভিড বেডিংহ্যাম, করবিন বশ্চ, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি এবং কাইল ভেরায়েন্নে ১৬জনের দলে আছেন। মার্কো ইয়ানসেন, এইডেন মার্করাম, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন এবং ত্রিস্তান স্ট্যাবসকে জিম্বাবুয়ে সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে। এছাড়া ইনজুরি থেকে ফেরা নান্দরে বার্গার, জেরাল্ড কোয়েতজি এবং লিজার্ড উইলিয়ামসকেও এই সিরিজে রাখা হয়নি।
আরও পড়ুন: স্টেডিয়ামের বাইরে মৃত্যুর ঘটনায় কোহলিকে গ্রেফতারের দাবি সমর্থকদের
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। আগামী ২৮ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত সিরিজ চলবে।
জিম্বাবুয়ে সিরিজের দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটজকে, দেভাল্ড ব্রেভিস, করবিন বশ্চ, টনি ডি জর্জি, জুবায়ের হামজা, কেশভ মহারাজ, কেওয়েনা মাপাখা, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, লুহান-দ্রে প্রেটোরিয়াস, লেসেগো সেনোকোয়ানে, প্রেনেলান সুব্রায়েন, কাইল ভেরায়েন্নে ও কোডি ইউসুফ।