গ্রেফতার আসামি জহিরুল ইসলাম বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
এর আগে সুমন হত্যার ঘটনায় গত ১১ মে নিহতের বাবা বাদী হয়ে বেনাপোল পোর্টথানায় একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: যুবদল নেতা শামীম হত্যায় সাবেক এমপি জাফর রিমান্ডে
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, গত ৯ মে সুমন হোসেনকে বেনাপোল ইউনিয়নের খড়িডাঙ্গা গ্রামের আনিসুর রহমানের ছেলে জহিরুল ইসলাম ও তার কয়েকজন সহযোগী পূর্ব পরিকল্পিতভাবে জমি বন্ধকের পাওনা ৬০ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে পিটিয়ে জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় তার পরিবারের সদস্যরা সুমনকে উদ্ধার করে বেনাপোল রজনী ক্লিনিকে নিয়ে যান।
আরও পড়ুন: বগুড়ায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৭, অভিযুক্তদের বাড়িতে আগুন
সেখানে অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সুমনের বাবা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে এজাহার দায়ের করে। এরপর বেনাপোল পোট থানা পুলিশ সুমনকে গ্রেফতার করে।