নৈতিক কর্তব্যবোধের জায়গা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন কর্ণাটক ক্রিকেটের এই দুই কর্তা। দুজনের স্বাক্ষর করা এক বিবৃতিতে আজ (৭ জুন) এই তথ্য জানিয়েছে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন।
বিবৃতিতে লেখা হয়, 'এতদ্বারা জানানো যাচ্ছে যে গত দুইদিনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাদের ভূমিকা ছিল খুবই সংক্ষিপ্ত। তবুও নৈতিক কর্তব্যবোধের জায়গা থেকে আমরা জানাতে চাই যে গতকাল রাতে আমরা স্ব স্ব পদ- কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং কোষাধ্যক্ষ থেকে পদত্যাগ করেছি। গতকাল কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির কাছে একটি চিঠি পাঠিয়ে দেয়া হয়েছে।'
১৮ বছরের আক্ষেপ ঘুচিয়ে এবারের আইপিএলে শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলির দলের প্রথম শিরোপা জয়কে স্মরণীয় করে রাখতে গত ৪ জুন ট্রফি প্যারেড করে বেঙ্গালুরু। তবে সেই প্যারেডেই ঘটে বড়সড় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।
আরও পড়ুন: নতুন নামে ফের শুরু হতে পারে ক্রিকেটের চ্যাম্পিয়ন্স লিগ
কোহলিদের ট্রফি প্যারেড চিন্বাসামী স্টেডিয়ামের কাছাকাছি পৌঁছানোর পর তাড়াহুড়ো করে ঢুকতে গিয়ে পদদলিত হয়ে মারা যান ১১ জন। এছাড়া অন্তত ৫০ জন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় ভারতের ক্রিকেটাঙ্গনজুড়েই বইছে শোকের হাওয়া। ঘটনার জন্য দায়ী সন্দেহে ইতোমধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
]]>