বেঙ্গালুরু ট্র্যাজেডির পর শিরোপা উদযাপনের কমিটি করল বিসিসিআই

৩ সপ্তাহ আগে
সদ্য সমাপ্ত আইপিএলে ১৮ বছরের আক্ষেপ ঘুচিয়ে প্রথমবার শিরোপা জিতেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বারবার শিরোপার কাছে গিয়ে ব্যর্থতার সঙ্গী হওয়া দলটির শিরোপা জয়ে উদযাপন হয়েছে বেশ। তবে সেই উদযাপন শেষমেশ রূপ নিয়েছে ট্র্যাজেডিতেও।

বেঙ্গালুরুর শিরোপা জয়ের প্যারেডে গিয়ে প্রাণ হারিয়েছে ১১ জন। এছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক। ক্রিকেটকে কেন্দ্র করে হওয়া এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এবার নড়েচড়ে বসেছে বিসিসিআই। গতকাল ১৪ জুন অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছিল।  সেখানেই ভবিষ্যতে শিরোপা উদযাপন নিয়ে নির্দেশনার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। একইসঙ্গে তিন সদস্যের কমিটি গঠন করেছে বোর্ড। 

 

বিসিসিআই সচিব দেবজিৎ শাইকীয়া থাকছেন কমিটির প্রধান হিসেবে। তার সঙ্গে থাকবেন সহ-সভাপতি রাজীব শুক্ল এবং কোষাধ্যক্ষ প্রভতেজ সিং ভাটিয়া। আগামী ১৫ দিনের মধ্যে নির্দেশিকা তৈরি করবে এই কমিটি।

 

আরও পড়ুন: শ্রীলঙ্কায় গিয়ে জ্বরের কবলে মিরাজ, প্রথম টেস্টে থাকবেন তো?

 

বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, বেঙ্গালুরুতে জয় উৎসবে যে ঘটনা ঘটেছে, তাতে অ্যাপেক্স কাউন্সিল একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে যাতে এ রকম ঘটনা না ঘটে, তার জন্য প্রয়োজনীয় নির্দেশিকা তৈরি করা হবে। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন