বেগম জিয়ার সবশেষ শারীরিক অবস্থা জানালেন ডা. জাহিদ হোসেন

৬ ঘন্টা আগে
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

 

ডা. জাহিদ হোসেন বলেন, ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেটি উনি গ্রহণ করতে পারছেন। তবুও বিদেশে যাওয়ার মতো পরিস্থিতি আছে কি না মেডিকেল বোর্ডের সদস্যদের পরামর্শ নেয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেয়ার সুযোগ নেই।

 

আরও পড়ুন: বেগম জিয়ার চিকিৎসায় আজ ঢাকায় আসছে চীনা বিশেষজ্ঞদের মূল দল

 

গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয় গুজবে কান না দেয়ার অনুরোধ করছি।

 

আরও পড়ুন: কঠিন সময়ে ঐক্য ও সহমর্মিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

 

তিনি বলেন, চিকিৎসায় সরকার সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছে। সংকটময় মুহূর্তে দেশবাসীর কাছে দোয়া চাই। দোয়ার কারণেই হয়ত বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি।

]]>
সম্পূর্ণ পড়ুন