তবে এই ঘোষণার পরপরই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাসপাতালের প্রবেশমুখে ও আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা। এছাড়া হাসপাতালের সামনে নতুন করে পুলিশ ব্যারিকেড বসানো হয়েছে।
এদিকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে সোমবার রাতভর হাসপাতালের সামনে দলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে।
আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ মোদির
এর আগে, সোমবার রাত সাড়ে আটটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যরা এক বৈঠকে বসেন। প্রায় আড়াই ঘণ্টা চলা এই বৈঠক শেষ হয় রাত এগারোটায়। বৈঠকে দলটির বেশিরভাগ স্থায়ী কমিটির সদস্য উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমের মুখোমুখি হন। তিনি জানান, বৈঠকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ জানান, তিনি শিগগিরই দেশে ফিরছেন।
]]>
১২ ঘন্টা আগে
১





Bengali (BD) ·
English (US) ·