বেক্সিমকোর শ্রমিকদের বেতন পরিশোধে ঋণ দেয়ার সিদ্ধান্ত

১ দিন আগে
বেক্সিমকো লিমিটেডে শ্রমিক অসন্তোষ নিরসনে অক্টোবরের বকেয়া বেতন পরিশোধের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ যৌথভাবে অর্থঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) গণমাধ্যমকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ তথ্য জানান।  

 

আইনশৃংখলা রক্ষার স্বার্থে অনতিবিলম্বে শ্রমিকদের কাজে যোগদানের জন্য এবং আশুলিয়া-চন্দ্রা এলাকার সব কারখানাকে স্বাভাবিক উৎপাদন অব্যাহত রাখার অনুরোধ জানান শ্রম সচিব।

 

এদিকে মঙ্গলবারও বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেন।

 

আরও পড়ুন: চতুর্থ দিনে শ্রমিক আন্দোলন: চন্দ্রা-নবীনগর মহাসড়ক অচল

 

শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় কর্মীরা গেল সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে। সোমবার সকাল থেকে রাত ১১টা পর্যন্ত ১৩ ঘণ্টা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রাখে। রাতে শ্রমিকরা অবরোধ তুলে নিলেও চতুর্থ দিনের মতো সকাল থেকে তারা পুনরায় সড়ক অবরোধ করেন।

 

এ অবস্থার মধ্যেই শ্রমিকদের এক মাসের বেতন দিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ যৌথভাবে অর্থঋণ দেয়ার সিদ্ধান্ত জানালো। 

]]>
সম্পূর্ণ পড়ুন