বৃহস্পতিবার দুপুরের মধ্যে নাজমুল পদত্যাগ না করলে সব খেলা বন্ধের ঘোষণা ক্রিকেটারদের

২ দিন আগে
এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে আল্টিমেটাম দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। কালকের মধ্যে বিসিবি পরিচালক পদ থেকে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণাও দিয়েছে কোয়াব। বুধবার (১৪ জানুয়ারি) এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এই ঘোষণা দিয়েছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।

দেশের ক্রিকেট পাড়ায় চলছে সমালোচনার ঝড়। নাজমুল ইসলাম যদি তার পদ থেকে পদত্যাগ না করেন, তাহলে কাল থেকে সব ধরনের ক্রিকেট বর্জন করার ঘোষণা দিয়েছে কোয়াব। আর তাতেই অনিশ্চিত মুখে পড়েছে বিপিএল!

 

সম্প্রতি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে আখ্যায়িত করেছেন বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম। এরপর আজ ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করে আবারও সমালোচনার জন্ম দিয়েছেন এই পরিচালক। 

 

আরও পড়ুন: পরিচালক নাজমুলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি!

 

তার সাম্প্রতিক বক্তব্যের পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, এসব বক্তব্যের দায় বোর্ড নেবে না। তবে ক্রিকেটারদের প্রতি অসম্মানজনক কিংবা বাংলাদেশের ক্রিকেটের সুনাম ও ভাবমূর্তির ক্ষতি করে, সে ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ শৃঙ্খলামূলক ব্যবস্থা নেবে বিসিবি। 

 

বুধবার (১৪ জানুয়ারি) টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অবস্থান নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নাজমুল ইসলাম। সেখানে তিনি জানান, বাংলাদেশ বিশ্বকাপে খেলার জন্য মুখিয়ে আছে, তবে তার জন্য আদর্শ পরিবেশ চান তারা। 

 

ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার প্রেক্ষাপটে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এম নাজমুল ইসলাম বলেন, ‘আমি কখনো বলিনি আমরা বিশ্বকাপ খেলব না। আমাদের বোর্ড বা দেশ কখনো বলেনি আমরা বিশ্বকাপে অংশ নেব না। আমরা বিশ্বকাপ খেলার জন্য মুখিয়ে আছি। আমাদের শুধু খেলার পরিবেশটা তৈরি করতে হবে।’ 

 

আরও পড়ুন: ক্রিকেটারদের পিছে এত খরচ করতেছি, ওরা কিছুই জিততে পারেনি: পরিচালক এম নাজমুল

 

এসময় তাকে প্রশ্ন করা হয়, বিশ্বকাপে যদি বাংলাদেশ অংশগ্রহণ না করে সেক্ষেত্রে কি খেলোয়াড়দের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা? জবাব দিতে গিয়ে ক্রিকেটারদের নিয়ে কিছুটা তির্যক মন্তব্যই করে বসেন তিনি। 

 

তিনি বলেন, ‘এই প্রশ্নটা (ক্ষতিপূরণের) তুলতেই পারবে না। কারণ হচ্ছে আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না, আজ পর্যন্ত আমরা একটা বৈশ্বিক শিরোপা আনতে পেরেছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পেরেছি? আমরা তাহলে তো প্রতিবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো নাই, তোমাদের পেছনে যা খরচ করছি এটার দায়ভার এবার তোমাদের কাছ থেকে আমরা নিবো। ফেরত দাও।’

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন