বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মুষলধারে বৃষ্টির পর এই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে টার্মিনালে যানবাহন ঢুকতে এবং বের হতে না পারায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
জানা যায়, ১২০০ কোটি টাকা ব্যয়ে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে হাজীক্যাম্প পর্যন্ত সমন্বিত পথচারী আন্ডারপাস নির্মাণ প্রকল্পটির কাজ চলছে। কিন্তু পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় তৈরি হয় এই জলাবদ্ধতা।
এ অবস্থায় অনেকে লাগেজ হাতে, পায়ে হেঁটেই এগিয়েছেন। আবার সড়কের পাশে গর্ত থাকায় বিপাকে পড়তে হয় যাত্রীদের। জলাবদ্ধতার কারণে সময়মতো টার্মিনাল পৌঁছাতে না পারায় অনেককে ফ্লাইট মিস করতেও দেখা যায়।
অনেক যাত্রী বাধ্য হয়ে মোটরসাইকেল করে পানি পাড়ি দিয়েছেন, তবে এরজন্য গুনতে হয়েছে ২০০-৩০০ টাকা।
আরও পড়ুন: শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু হবে কবে, জানে না সিভিল এভিয়েশনও!
এদিকে সড়কে পানি জমে থাকায় কয়েকটি যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে সড়কেই বন্ধ হয়ে যায়। এতে বেশ সমস্যায় পড়তে হয় চালকদের। বিমানবন্দর কর্তৃপক্ষের এমন অপব্যস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে।
]]>