বৃষ্টিও আটকাতে পারলো না দু'দলের অনুশীলন

৫ দিন আগে
ওয়ানডে সিরিজ জয়ের পর এবার লক্ষ্য সাদা জার্সিতে জয় ছিনিয়ে নেয়ার। আর সে লক্ষ্যেই বৃষ্টি উপেক্ষা করে অনুশীলনে সোহানরা। সোমবার (১২ মে) ভোর থেকেই সিলেটে মুশলধারায় বৃষ্টি। টেস্ট সিরিজকে সামনে রেখে ওয়ানডের পর একদিনের বিশ্রাম শেষে বেশ ফুরফুরে মেজাজে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ‘এ’ দল। বৃষ্টি মাথায় নিয়েই নির্ধারিত সময়ে মাঠে পৌঁছায় সফরকারীরা।

বৃষ্টির কারণে মাঠে অনুশীলন হয়নি, বাধ্য হয়েই ইনডোরে চলে গেলেন কিউইরা। কেউ ব্যাট-প্যাড হাতে ইনডোরে অনুশীলনে নামেন। টানা তিনঘন্টা অনুশীলন শেষে সফরকারীরা মাঠ ছেড়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দেন। 

 

এদিকে টেস্ট সিরিজ শুরুর আগেই নির্ধারিত সময়ের আগে মাঠে চলে আসে বাংলাদেশ ‘এ’ দল। সকাল থেকে বৃষ্টি হওয়ায় মাঠ ভেজা থাকায় আউটার গ্রাউন্ডে অনুশীলনে বাঁধা। বাধ্য হয়েই সোহানরাও চলে যান ইনডোরে। ততক্ষণে আউটার গ্রাউন্ড প্রস্তুত করতে কিউরেটর ব্যস্ত সময় পার করেছেন। 

 

আরও পড়ুন: টাইগারদের বোলিং কোচ অ্যাডামসের বিদায়

 

এদিকে এবাদত ছিলেন অন্য মুডে। সতীর্থরা যখন ইনডোরে অনুশীলনে ব্যস্ত, তখন এই পেসার মূল গ্রাউন্ডে এসে পিচের কাভার নিজের হাতে তুলে দেখলেন মাটিতে হাটুগালা দিয়ে। এবাদত বেশ উচ্ছ্বসিত পিচ দেখে। সাদা জার্সিতে মাঠে নামতে তার যেন আর সইছে না। 

 

ইনডোরে জয়, অঙ্কন, বিজয়রা নেটে ছিলেন ফুরফুরে মেজাজে৷ সাইফ হাসান আর সোহানের ব্যাটিং অনুশীলন দাঁড়িয়ে থেকে দেখেছেন হেড কোচ। ইনডোরে অনুশীলন চললো টানা দেড় ঘণ্টা। ততক্ষণে আউটার গ্রাউন্ড অনুশীলনের জন্য প্রস্তুত। গ্রিন সিগনাল পাওয়ার পর একে একে সবাই ইনডোর ছেড়ে আউটারে চলে যান অনুশীলনে। 

 

আরও পড়ুন: টেস্ট ক্রিকেটের ইতিহাসে অনন্য এক নক্ষত্র বিরাট কোহলি

 

খেলা বেড়ে যাওয়ার কারণে ক্রিকেটারদের সব পরিবেশে মানিয়ে নিতে ছোট ছোট কৌশল অবলম্বন করে ইনজুরিমুক্ত রাখতে কাজ করে যাচ্ছেন বলে সময় সংবাদকে জানিয়েছেন ফিটনেস ট্রেইনার মীর ইফতেখারুল ইসলাম। 

 

এদিকে বৃষ্টির থামার পর বিকেল ৩ টায়  সিলেট গ্রাউন্ড ২-তে নামেন বাংলাদেশ ‘এ’ দল। বৃষ্টি থেমে যাওয়ায় যেনো স্বস্তির ছাপ দেখা গেলো কোচের মুখে। মুরাদ, নাসুম, খালেদ বল হাতে নেটে ব্যাস্ত সময় পার করেছেন। 

 

সবকিছু ঠিক থাকলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৪ মে।

]]>
সম্পূর্ণ পড়ুন