‘বৃত্তের বাইরে’ এক বাঁশুরিয়া

২ সপ্তাহ আগে
চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন মাহফুজ উর রহমান খান। সম্পাদনায় ছিলেন জুনায়েদ হালিম। সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। শিল্পনির্দেশনায় ছিলেন শহীদ আহমেদ মিঠু, রাশেদুল হুদা, এস এম শরীফুল করিম। শব্দ পরিকল্পনা ও মিশ্রণ অনুপ মুখার্জী, সুজন মাহমুদ এবং জে ডি বাবুর। বাঁশরিয়ার মেয়ের চরিত্রে স্বল্প পরিসরে সুন্দর অভিনয় করেছেন রোকেয়া প্রাচী। এ ছাড়া অভিনয় করেছেন ফিরোজ কবীর ডলার, শহীদুল আলম সাচ্চু, ফজলুর রহমান বাবুসহ অনেকে।
সম্পূর্ণ পড়ুন