বুড়িগঙ্গার তীরে ধারণ করা ‘ইত্যাদি’র বিশেষ পর্ব শুক্রবার পুনঃপ্রচার

৩ দিন আগে
ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের সামনে বুড়িগঙ্গা নদীর তীরে ধারণ করা বিশেষ ‘ইত্যাদি’ পুনরায় প্রচারিত হবে আগামীকাল শুক্রবার। বিশেষ সংকলিত পর্বটি দীর্ঘ ১৬ বছর আগের ধারণকৃত।

সংকলিত পর্বটি টেলিভিশনের পর্দায় আবারও প্রচারিত হওয়ায় পুরান ঢাকার ঐতিহ্য আবারও টিভি পর্দায় দেখার সুযোগ পাবেন দর্শকরা।

 

বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থানে ধারণ করছে বিশেষ পর্ব। যার একটি প্রয়াস ছিল ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের সামনে ‘ইত্যাদি’র মঞ্চ।

 

এ পর্বে দর্শকরা দেখতে পারবেন  ঢাকার নবাবদের রাজকীয় আবাস ও জমিদারির সদর কাছারির শতাব্দী পুরনো ভবন। বর্ষাকালের আবহ মাথায় রেখে টাঙ্গাইলে ধারণ করা পর্ব থেকে সংকলন করা বৃষ্টি নিয়ে লেখা একটি আবেগঘন গান, যেটি গেয়েছেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী।

 

আরও পড়ুন: আমি মরে গেলে কেউ আফসোস করবেন না: মৌ শিখা

 

এ পর্বে দেশের ঐতিহ্যবাহী স্থানের পাশাপাশি তুলে ধরা হয়েছে ভারতের তাজমহল ভিত্তিক বিদেশি তথ্যবহুল প্রতিবেদন। এবারের পর্বে আরও থাকছে কয়েকটি সংগ্রামী জীবনের অনুসন্ধানী চিত্র,  সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক বাস্তবতা নিয়ে নির্মিত নাট্যচিত্র, জনপ্রিয় বিভাগ নানি-নাতি, মামা-ভাগ্নে, দর্শক পর্ব ও চিঠিপত্র।

 

আরও পড়ুন: এই জন্মে শুভশ্রী তার নাম থেকে আমাকে সরাতে পারবে না: দেব

 

জনপ্রিয় ব্যক্তিত্ব ও উপস্থাপক হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘ইত্যাদি’ শুক্রবার (১ আগস্ট) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন