শনিবার (২৮ জুন) আন্তর্জাতিক এসএমই দিবস উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।
নাসীরুদ্দীন বলেন, ‘বাংলাদেশে বুলেটের রেভল্যুশন হয়েছে সামনে ব্যালটে রেভল্যুশন হবে। কোনো শক্তি নাই তা বাধাগ্রস্ত করতে পারবে। আমরা জয়ী হব।’
ভবিষ্যতে কেউ দলবাজ এসএমই রিলেটেড প্রতিষ্ঠান করতে চাইলে তা ঠেকিয়ে দেয়া হবে মন্তব্য করে তিনি বলেন, গত ১৫ বছরে এসএমই খাতে, শেয়ারবাজারে যারা লুণ্ঠন করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে।
আরও পড়ুন: ৪০০ আসনের মধ্যে ৩০০ আসন নিয়ে সরকার গঠন করবে এনসিপি: পাটওয়ারী
আগামী সংসদে এনসিপি সরকার গঠন করতে পারলে অর্থনীতি খাতে লুণ্ঠনকারীদের বিচার করা হবে জানিয়ে এনসিপির মুখ্য এ সমন্বয়ক বলেন, ‘বিগত সরকার দলের নির্দিষ্ট লোকজনকে আঙুল ফুলে কলাগাছ হওয়ার সুযোগ দিয়েছে। আমরা দলমতের ঊর্ধ্বে উঠে সবার জন্য কাজ করব। আমাদের রক্তের ওপর দিয়ে বাংলাদেশকে আঘাত করতে হবে। চা়ঁদাবাজি মাস্তানি করে টাকা আয় করার কালচার বন্ধ করে দেয়া হবে।’
ভোট আয়োজন যেমন দায়িত্ব তেমনি তরুণ প্রজন্মের ওপরও সরকারের দায় আছে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সরকার আরাম কেদারায় বসে বড় বড় কথা বলে কাজ করলে হবে না। বিচারিক কার্যক্রমের মাধ্যমে ফ্যাসিবাদের বিচার করতে হবে।
একই অনুষ্ঠানে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, অল্পকিছু মানুষ এ দেশের নব্বই শতাংশ ব্যবসা নিয়ন্ত্রণ করছে। তারা একটা সাম্রাজ্য গড়ে তুলেছে।
তিনি বলেন, অর্থ দিয়ে ব্যবসায়ীরা রাজনৈতিক দলের সঙ্গে হাত মিলিয়েছে। টেন্ডার থেকে সবকিছু কিছু মানুষের হাতে। মিডিয়া মাফিয়া, ব্যাংক মাফিয়ারা ক্ষুদ্র ব্যবসায়ীদের পথে প্রতিবন্ধকতা তৈরি করছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হতে হবে।