প্রথম টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে মাত্র ১৪৯ রানে অলআউট করেছে কিউইরা। পরে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৯২ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে সফরকারীরা। এখনও ৫৭ রানে পিছিয়ে আছে তারা। দিন শেষে ডেভন কনওয়ে ৫১ এবং উইল ইয়ং ৪১ রানে অপরাজিত আছেন।
টস হেরে বোলিংয়ে নেমে শুরু থেকেই দারুণ বোলিং করতে থাকে কিউই পেসাররা। হেনরি ও স্মিথের ছোবলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। ফিফটি করতে পারেননি জিম্বাবুয়ের কেউ। ৬ চারে সর্বোচ্চ ৩৯ রান আসে অধিনায়ক ক্রেইগ আরভাইনের ব্যাট থেকে। সর্বোচ্চ ৫৪ রানের জুটি গড়েছেন আরভাইন ও টিসিগা।
আরও পড়ুন: শেষ টেস্টে আজ মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্যান্ড

নিউজিল্যান্ডের হয়ে মাত্র ৩৯ রান খরচায় ৬ উইকেট শিকার করেন ম্যাট হেনরি। যা হেনরির টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবার পাঁচ উইকেট। এছাড়া ২০ রান দিয়ে ৩ উইকেট নেন নাথান স্মিথ।
প্রথম ইনিংসে নেমে উড়ন্ত শুরু পেয়েছে নিউজিল্যান্ড। দুই ওপেনার উইল ইয়ং এবং ডেভন কনওয়ের ব্যাটে চড়ে দারুণ গতিতে এগিয়েছে কিউইদের ইনিংস। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়েই দিন পার করে দিয়েছে নিউজিল্যান্ড।