বুলাওয়েতে প্রথম দিনেই দাপট দেখাল নিউজিল্যান্ড

৪ দিন আগে
বুলাওয়েতে বুধবার (৩০ জুলাই) শুরু হয়েছে জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট। বুলাওয়ের পিচ ছিল পেসারদের জন্য স্বর্গ। যা ভালোভাবেই কাজে লাগিয়েছে কিউই বোলাররা। বিশেষ করে বলতে গেলে কিউই পেসার ম্যাট হেনরি। তার আগুনে বোলিংয়ে অল্পতেই গুটিয়ে গেছে স্বাগতিকরা। এরপর ব্যাটিংয়ে নেমেও দাপট দেখাচ্ছে নিউজিল্যান্ড।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে মাত্র ১৪৯ রানে অলআউট করেছে কিউইরা। পরে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৯২ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে সফরকারীরা। এখনও ৫৭ রানে পিছিয়ে আছে তারা। দিন শেষে ডেভন কনওয়ে ৫১ এবং উইল ইয়ং ৪১ রানে অপরাজিত আছেন।


টস হেরে বোলিংয়ে নেমে শুরু থেকেই দারুণ বোলিং করতে থাকে কিউই পেসাররা। হেনরি ও স্মিথের ছোবলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। ফিফটি করতে পারেননি জিম্বাবুয়ের কেউ। ৬ চারে সর্বোচ্চ ৩৯ রান আসে অধিনায়ক ক্রেইগ আরভাইনের ব্যাট থেকে। সর্বোচ্চ ৫৪ রানের জুটি গড়েছেন আরভাইন ও টিসিগা।


আরও পড়ুন: শেষ টেস্টে আজ মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্যান্ড 
 

Devon Conway and Will Young form a solid start, Zimbabwe vs New Zealand, 1st Test, 1st Day, Bulawayo, July 30, 2025দিন শেষে অপরাজিত আছেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ইয়ং ও কনওয়ে।



নিউজিল্যান্ডের হয়ে মাত্র ৩৯ রান খরচায় ৬ উইকেট শিকার করেন ম্যাট হেনরি। যা হেনরির টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবার পাঁচ উইকেট। এছাড়া ২০ রান দিয়ে ৩ উইকেট নেন নাথান স্মিথ।


প্রথম ইনিংসে নেমে উড়ন্ত শুরু পেয়েছে নিউজিল্যান্ড। দুই ওপেনার উইল ইয়ং এবং ডেভন কনওয়ের ব্যাটে চড়ে দারুণ গতিতে এগিয়েছে কিউইদের ইনিংস। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়েই দিন পার করে দিয়েছে নিউজিল্যান্ড।

]]>
সম্পূর্ণ পড়ুন