বিশ্বখ্যাত লাক্সারি জুয়েলারি ব্র্যান্ড বুলগারির প্রথম ভারতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে। এই বিশেষ ইভেন্টে ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসেডর প্রিয়াঙ্কা চোপড়া উপস্থিত ছিলেন, যাঁর উপস্থিতি অনুষ্ঠানের গ্ল্যামার এবং ভ্যালু দুটোই আরও বাড়িয়ে দিয়েছে। প্রদর্শনীর রেড কার্পেট ঝলমলে করেছেন অন্যান্য জনপ্রিয় তারকাও। তাঁদের স্টাইলিশ লুক এবং দৃষ্টিনন্দন সাজে মুগ্ধ হয়েছেন ফ্যাশনপ্রেমীরা। চলুন, একনজরে দেখে নেওয়া যাক বলি ডিভাদের লুকের আদ্যোপান্ত