আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের (ফ্লাইট নম্বর UZ222) মাধ্যমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর সোয়া ৬টায় তারা দেশে ফিরবেন।
বুধবার (২০ আগস্ট) ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ দূতাবাস লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
এ প্রক্রিয়ার ধারাবাহিকতায় ২০ আগস্ট বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ জন বাংলাদেশিকে আইওএমের সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হচ্ছে।
আরও পড়ুন: কুয়েতে মদ তৈরি ও বিক্রির সাথে কোনো বাংলাদেশি জড়িত নয়: দূতাবাস
]]>