কথামতো গতকাল থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের দল থেকে বুমরাহকে বিশ্রাম দিয়েছে ভারত। এজবাস্টন টেস্টে ভারত পেসার নিয়েছে তিনজন—প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ ও মোহাম্মদ সিরাজ, পেস বোলিং করতে পারেন নিতিশ কুমার রেড্ডিও। বুমরাহকে বিশ্রাম দেওয়ার এই সিদ্ধান্ত পছন্দ হয়নি অনেকের। তাদের মধ্যে একজন কিংবদন্তি পেসার ডেল স্টেইন।
দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার স্টেইন বুমরাহকে তুলানা করেছেন ফুটবলের ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। পর্তুগালের তাকে না খেলানো সিদ্ধান্ত যেমন, তেমন বুমরাহর ক্ষেত্রেও ভারত করেছে বলে মনে করেন। স্টেইন বলেন, ‘পর্তুগালের বিশ্বের সেরা স্ট্রাইকার রোনালদো আছে। কিন্তু তারা তাকে খেলালো না। এটা পাগলামি। এমন হলো ভারতের ক্ষেত্রে, তাদের বুমরাহ থাকলেও তাকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে।’
আরও পড়ুন: যে ক্লাবে অবসর নিলেন, সেই ক্লাবেই নতুন দায়িত্বে রাকিতিচ
স্টেইন তো বটেই, স্বয়ং রবি শাস্ত্রীও বুমরাহকে বিশ্রাম দেওয়ার বিষয়টি পছন্দ করেন না। এজবাস্টন টেস্ট শুরু হওয়ার আগেই এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘বুমরাহ বলেছে, সে তিনটা টেস্ট খেলবে। এখন সে কোন তিন ম্যাচ খেলবে, সেটা বড় প্রশ্ন। আমার মনে হয়, যদি ও বিশ্রাম নেয়, তবে সেটা হবে পরের ম্যাচে, কারণ লর্ডসে তো খেলতে চাইবেই, তাই না? এরপর একটা ব্রেক আছে, তারপর লর্ডস, আবার একটা বিরতি, তারপর ম্যাঞ্চেস্টার বা অন্য ভেন্যুর মধ্যে একটা বেছে নিতে হবে। তখনই হয়তো আমরা ২-০ পিছিয়ে যাব। এটাই সমস্যা। আমার মনে হয় ওকে খেলতেই হবে।’
বুমরাহ না থাকলেও এজবাস্টন টেস্টে ভারত শক্ত অবস্থানে রয়েছে। পেসাররাও ভালোই করছেন। স্বাগতিকদের ওপর ৫৮৭ রানের পাহাড় দাঁড় করিয়ে ৩৩ রানেই ৩ উইকেট তুলে নিয়েছে তারা। এখন পর্যন্ত আকাশ দীপ ২ ও সিরাজ শিকার করেছেন ১ উইকেট। ৩ উইকেটে ইংল্যান্ড ব্যাট করছে ৩৩ রান নিয়ে।