ম্যাচনেস্টারে চলছে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার টেস্ট ম্যাচ। এ ম্যাচে চোটের কারণে কিপিং করতে পারছেন না রিশভ পন্ত। অন্যদিকে বুমরাহ’র হাঁটাচলা দেখে মনে হচ্ছে, তিনি আবারও চোটে পড়েছেন। তবে বুমরাহ যদি সত্যি সত্যিই চোট পান, তাহলে ভারতীয় ক্রিকেট দলের চিন্তা আরও বাড়বে।
পিঠের চোটের কারণে বড় ধরনের ধাক্কা খেয়েছেন জসপ্রীত বুমরাহ। তার বোলিং অ্যাকশন তার শরীরের উপর প্রভাব ফেলেছে। যে কারণে একের পর এক চোটে পড়ছেন এই পেসার।
ইংলিশদের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে লিডসে পাঁচ উইকেট নিয়েছিলেন বুমরাহ। এরপর লর্ডসেও তিনি একই কাজ করেছিলেন। ম্যানচেস্টারে চতুর্থ টেস্টের তৃতীয় সেশন শেষে ড্রেসিং রুমে ফিরে আসেন, এবং তারপর থেকেই তার ফিটনেস নিয়ে শুরু হয় জ্বল্পনা।
আরও পড়ুন: ৮ সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপ, ফাইনাল ২৮ সেপ্টেম্বর
তবে ভারতের বোলিং কোচ মর্নে মরকেল জানিয়েছেন, বুমরাহ কোনো চোটে পড়েননি। তবে তার বোলিংয়ের গতি দেখে সন্দেহ জাগে, স্বাভাবিকভাবেই তিনি সবসময় ১৪০ কিলোমিটারের ওপরেই বল করে থাকেন। তবে ম্যানচেস্টারে তৃতীয় দিনে তার বোলিংয়ের গতি অনেকটা কম ছিল।
মোহাম্মদ কাইফ বলেছেন, টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর বুমরাহ’র এটিই সঠিক সময়। ‘বুমরাহ আসন্ন টেস্ট ম্যাচগুলি নাও খেলতে পারেন, এবং সে অবসরও নিতে পারেন। সে রীতিমতো সংগ্রাম করছে এবং এই টেস্টে তার গতিও কম।’
আরও পড়ুন: ফিটনেস ট্রেনিং করতে ইংল্যান্ডে যাচ্ছেন সাকিব
কাইফ মনে করেন, বুমরাহ উইকেট নিতে না পারলে ভারতের হয়ে খেলতে চাইবেন না। ‘বুমরাহ যদি মনে করেন যে তিনি তার সেরাটা দিতে পারছেন না, তিনি টেস্ট ক্রিকেট খেলতে অস্বীকৃতি জানাবেন।’
ভক্তদের উদ্দেশ্যে কাইফ বলেন, তাদের বুমরাবিহীন দলের জন্য প্রস্তুত থাকা উচিত। বিরাট কোহলি, রোহিত শর্মা, অশ্বিনের অবসরের পর ভারতীয় জাতীয় ক্রিকেট দল পরিবর্তনের পর্যায়ে আছে। ‘বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিন নেই, এখন হয়তো বুমরাহও থাকছেন না, হয়তো তাকে টেস্ট ম্যাচে দেখা যাবে না।’
]]>