বুমরাহ ক্রিকেটের সেরাদের সেরা: সাবেক ইংলিশ ক্রিকেটার

২ সপ্তাহ আগে
সর্বশেষ বর্ডার–গাভাস্কার ট্রফিতে যেখানে শেষ করেছিলেন, অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফিতে যেন সেখান থেকেই শুরু করেছেন যশপ্রিত বুমরাহ। ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন ভারতীয় এই পেসার। তার বোলিংয়ে মুগ্ধ সাবেক ইংলিশ ফাস্ট বোলার স্টিভেন ফিন। তার মতে, বর্তমান সময়ের সেরাদের সেরা বুমরাহ।

টেস্টে এখন পর্যন্ত ২০০ বা এর বেশি উইকেট নিয়েছেন ৮৬ বোলার। তাদের মধ্যে বুমরার গড়ই সেরা; ১৯.৩৩! বল হাতে একের পর এক কীর্তি গড়া বুমরার মাহাত্ম্য বোঝাতে নানা সময়ে নানা জন নানাভাবে তুলনা করেছেন। এবার বুমরাহকে সময়ের সেরা পেসার বললেন ফিন।


সাবেক ইংলিশ পেসার ফিন বলেন, 'আমরা এমন এক যুগে আছি যেখানে কামিন্স, হ্যাজেলউড, স্টার্ক, রাবাদাদের মতো পেসার পেয়েছি। কিছুদিন আগেই অবসর নেয়া ব্রড ও অ্যান্ডারসনের মতো সেরাদেরও দেখেছি। তবে তাদের চেয়েও অনেক উপরে থাকবেন বুমরাহ। তিনি এই খেলার সেরাদের সেরা।'


আরও পড়ুন: হেডিংলি টেস্টে জোড়া সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় পন্ত 


বুমরাহ'র বোলিং নিয়ে সকলেই প্রশংসা করেন। চলমান অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফিতে ফিন ছাড়াও বুমরাহ'র প্রশংসা করেছেন ভারতের সাবেক উইকেটকিপার–ব্যাটসম্যান দিনেশ কার্তিকও। তিনি তো বুমরাহকে 'কোহিনুর' হীরার মতো মূল্যবান বলেছেন।


কার্তিক বলেন, ‘বুমরাহ কোহিনুর হীরার মতোই মূল্যবান। আমি আশা করি, মানুষ বুঝতে পারবে সব সংস্করণেই সে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আপনি যেকোনো সংস্করণে যেকোনো ধরনের বল যখনই তার হাতে তুলে দেবেন, সেই কাজে লাগাবে। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো সে জানে ব্যাটসম্যান কী করার চেষ্টা করছে। সে তার মস্তিষ্কে এটা খুব সুন্দরভাবে গেঁথে ফেলেছে। সে খুব বিশেষ একজন।’


বুমরাহ এখন পর্যন্ত ৪৬ ম্যাচ খেলে ২১০ উইকেট নিয়েছেন। এক ইনিংসে কমপক্ষে ৫ উইকেট নিয়েছেন ১৪ বার।    

]]>
সম্পূর্ণ পড়ুন