কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমোশনাল ক্যাম্পেইনে অংশগ্রহণ করে নির্বাচিত বিজয়ীরাই কেবল ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাবেন। গত ৮ জানুয়ারি শেষ হয়েছে এই ক্যাম্পেইন। নির্দিষ্ট প্রোমোশনাল বোতল কিনে কিউআর কোড স্ক্যান এবং ফিফা-থিমভিত্তিক কুইজে অংশ নিয়ে বিজয়ীরা বিশ্বকাপের ট্রফিটি কাছ থেকে দেখার বিশেষ পাস অর্জন করেন।
‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’র অংশ হিসেবে বুধবার সকালে ঢাকায় পৌঁছাবে বিশ্বকাপে ট্রফি। সঙ্গে আসছেন ২০০২ সালের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার গিলবার্তো সিলভা।
আরও পড়ুন: জাতীয় দলের স্থগিতাদেশ তুলে নিলো গ্যাবন সরকার
ট্রফিটি বহনকারী চার্টার্ড বিমান ভারত হয়ে কাল সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে ট্রফি গ্রহণ করবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তার সঙ্গে থাকবেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।
বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় ট্রফিটি নিয়ে যাওয়া হবে হোটেল রেডিসন ব্লু-তে। তবে সাধারণ দর্শকদের জন্য ট্রফি উন্মুক্ত থাকছে না। ২০২২ সালের মতো আর্মি স্টেডিয়ামে কনসার্ট বা বড় কোনও প্রদর্শনীও নেই। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংক্ষিপ্ত আয়োজন রাখা হয়েছে।
আরও পড়ুন: রিয়াল ছাড়ার পর প্রথমবার মুখ খুললেন শাবি আলোনসো
জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহণ থাকবে কিনা এই প্রসঙ্গে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘খেলোয়াড়দের থাকার বিষয়টি আমরা (বাফুফে) নিশ্চিত নই। আমাদের বলা হয়েছে ট্রফি সকালে আসবে, তাবিথ ভাই রিসিভ করবেন। এরপর হয়তো বাফুফে এবং অতিথিদের জন্য আধা ঘণ্টা বা এক ঘণ্টার একটা সেশন থাকতে পারে। তারা আয়োজনটা খুবই সংক্ষিপ্ত করছে, এর বেশি কিছু নয়।’
]]>
৩ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·