এই বিশেষ চাঁদ দেখার জন্য কোনো দূরবীন বা বিশেষ যন্ত্রের প্রয়োজন নেই। খোলা আকাশ, দূষণমুক্ত পরিবেশে ধৈর্য্য ধরলেই আপনি আপনার বাড়ির ছাদ, খোলা মাঠ কিংবা পার্ক থেকে উপভোগ করতে পারবেন এই অসাধারণ মুহূর্ত।
স্ট্রবেরি মুন কী?
জুন মাসে পূর্ণিমার চাঁদকে ‘স্ট্রবেরি মুন’ বলা হয়। এই নামটি উত্তর আমেরিকার স্ট্রবেরি ফল চাষের সঙ্গে সম্পর্কিত বলে জানা যায়। যখন স্ট্রবেরি ফলটি পাকা শুরু হয়, তখনই আসে এই বিশেষ পূর্ণিমা। সেই কারণেই এটিকে ‘স্ট্রবেরি মুন’ বলা হয়।
মনে রাখা দরকার, চাঁদের রঙ আসলে গোলাপী বা লাল নয়। জুন মাস স্ট্রবেরি পাকার মৌসুম। কৃষকরা এই মাসটিকে স্ট্রবেরির মতো মিষ্টি ফল সংগ্রহের জন্য সেরা মাস বলে মনে করেন। খেত থেকে স্ট্রবেরি সংগ্রহ করে বাজারে পৌঁছে দেয়ার কাজ এই সময়েই করা হয়। এই স্ট্রবেরি মুন প্রথম আবিষ্কার করেছিলেন প্রাচীন আমেরিকান উপজাতির মানুষেরা। স্ট্রবেরি চাষের মৌসুমের শুরুতে প্রথমবার এই চাঁদ দেখেছিলেন আমেরিকার ওই প্রাচীন উপজাতির মানুষেরা। তারপর থেকেই এটিকে বলা হয় স্ট্রবেরি মুন।
অন্যান্য অনেক দেশে জুন মাসের এই ফুল মুনের বিভিন্ন নাম রয়েছে। যেমন- ইউরোপে এই চাঁদকে বলা হয় ‘রোজ মুন’।
আরও পড়ুন: সুপারমুন-চন্দ্রগ্রহণ /একসঙ্গে বিরল দুই মহাজাগতিক বিস্ময়ের সাক্ষী বিশ্ব
স্ট্রবেরি মুন ২০২৫: তারিখ এবং সময়
এই বছরের স্ট্রবেরি মুন দেখা যাবে ১১ জুন, ২০২৫ তারিখে। নাসার মতে, এই পূর্ণিমা ১০ জুন সকাল থেকে ১২ জুন পর্যন্ত দৃশ্যমান থাকবে। স্ট্রবেরি মুন হলো প্রকৃতি ও সংস্কৃতির এক অনন্য মিলনস্থল। এটি একদিকে যেমন বৈজ্ঞানিক কৌতূহলের বিষয়, তেমনি অতীত ঐতিহ্যের প্রতিচ্ছবি। পরিবারের সঙ্গে ছাদে বা কোনো খোলা জায়গায় বসে এই দৃশ্য উপভোগ করা মানেই এক স্মরণীয় মুহূর্তের অংশ হওয়া।
বিশ্বজুড়ে আকাশ পর্যবেক্ষকরা বিরল এক আলোকিত আকাশ দেখার জন্য অপেক্ষা করছেন। উত্তর গোলার্ধের বসন্ত ঋতুর শেষ স্ট্রবেরি মুন দেখা যাবে আগামী ১১ জুন। বাংলাদেশ সময় রাতের আকাশে উঠবে এই বিশেষ চাঁদ।
ইউটিসি সময় অনুযায়ী এর পূর্ণতা পাবে সকাল ৭টা ৪৪ মিনিটে। তবে আমাদের অঞ্চলে সূর্যাস্তের পরপরই পূর্ব আকাশে দেখা মিলবে এই মনোমুগ্ধকর দৃশ্যের।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি
]]>