বুঝে নাও ক্ষমা

৩ সপ্তাহ আগে
রাগ রাখলে তুমি পোড়ো আগুনে, ক্ষমা করলে জিতে যায় জীবন। শান্তি শুধু যুদ্ধ জিতে আসে না— কখনো কখনো হার মানা ক্ষমায়ও জাগে ধ্বনি। শেষ পর্যন্ত সবাই তো মানুষই, ভুল হবে, ব্যথা দেবে, মুখ ফিরিয়ে নেবে। তবু যে মানুষটা ক্ষমা করতে জানে— সে-ই সত্যিকারের বিজয়ী।
সম্পূর্ণ পড়ুন