বিয়ের অনুষ্ঠানে গিয়ে পুকুরে ডুবে ২ মাদ্রাসাছাত্রীর মৃত্যু

৩ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের অনুষ্ঠানে এসে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) বিকেল সাড়ে ৩টায় উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলেন: হাজিরটেক গ্রামের আবদুর রহমানের মেয়ে খাদিজা (১১) এবং আবদুর রহমানের ভাগনি ইউসুফের মেয়ে ইসরাত (১২)।


ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় পল্লী চিকিৎসক সিকান্দার আবু জাফর জানান, বিকেল ৩টার দিকে পুকু‌রে গোসল করতে নেমে খাদিজা ও ইসরাত পানিতে ডুবে যায়। এর কিছুক্ষণ পর প্রতিবেশী সাব্বির হোসেন গোসল করতে পানিতে নামলে তার পায়ে খাদিজার নিথর দেহের স্পর্শ পান। তখন সাব্বির খাদিজার নিথর দেহ উদ্ধার করে। এ ঘটনা শুনে মৃত শিশুর পরিবারের লোকজন ঘটনাস্থলে যান। এরপর নিখোঁজ ইসরাতের খোঁজে পুকুরে তল্লাশি করা হয়। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ইসরাতের নিথর দেহ উদ্ধার হয়।


আরও পড়ুন: পটিয়ায় পুকুরে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু


ঘটনার সত্যতা সময় সংবাদকে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন।


তিনি বলেন, ‘পুকুর থেকে খাদিজা ও ইসরাতের নিথর দেহ উদ্ধারের পর স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃতরা দুজনই মাদ্রাসাছাত্রী। তারা পরিবারের সঙ্গে কুমিল্লায় বসবাস করেন। সেখান থেকে আড়াইহাজারে এক আত্মীয়র বাড়িতে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে তারা পরিবারের সঙ্গে নিজেদের গ্রামের বাড়িতে গিয়েছিল বলে জানান ওসি।

]]>
সম্পূর্ণ পড়ুন