স্থানীয়রা জানিয়েছেন, গত ১২ জুন রাত আনুমানিক ১টার দিকে জামালপুর পৌর এলাকার বসাকপাড়া রাজিব বাস কাউন্টার এলাকা থেকে বিড়ালটি হারিয়ে যায়। এরপর থেকেই তাকে খোঁজাখুঁজি শুরু হয়। গত ২ দিনেও বাড়ি বাড়ি পাড়া মহল্লায় বিড়ালটির কোন সন্ধান মেলেনি। তাই বিড়ালের মালিক জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন। শেষ মেষ নানা প্রচারণা চালাচ্ছে পংকিকে খুঁজে পাওয়ার জন্য।
শহরের দেয়ালজুড়ে লাগানো হয়েছে পোষা বিড়াল হারানোর পোস্টার, চালানো হচ্ছে মাইকিং, এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করা হচ্ছে বিড়ালটির ছবি ও তথ্য। জামালপুর সদর থানায় পুলিশ সন্ধান করেছেন বিড়ালটির।
আরও পড়ুন: নতুন বিড়াল পুষতে হলে যা জানা দরকার
বিড়ালটির বিষয়ে তার মালিকের ভাগ্নী আলিয়া আক্তার নিনা বলেন, ‘গত ১২ই জুন রাতে আমাদের পোষা বিড়াল ‘পংকি’ বসাকপাড়া রাজিব বাস কাউন্টার এলাকা থেকে হারিয়ে যায়। এটি আমার খালামণির খুব আদরের পোষা প্রাণী। হারিয়ে যাওয়ার পর থেকে তিনি খুব অসুস্থ হয়ে পড়েছেন। আমরা পোস্টার টানানো, মাইকিং এবং থানায় জিডি করেছি। জামালপুরের কোনো ভাইয়া আপু যদি বিড়ালটিকে দেখে থাকেন, দয়া করে যেন যোগাযোগ করে।’
বিড়ালটির মালিক পক্ষ জানিয়েছে, যদি কেউ পংকির সঠিক অবস্থান জানাতে পারেন কিংবা উদ্ধার করে ফিরিয়ে দিতে পারেন, তাহলে তাকে অর্থনৈতিকভাবে পুরস্কৃত করা হবে।
হারানো বিড়ালটিকে যেন তার মালিকের কাছে ফিরে দেওয়া হয় সেই কারণে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপেও ছবি ও তথ্য শেয়ার করা হচ্ছে। বিড়ালের প্রতি এমন ভালোবাসা দেখে পুরো শহরজুড়ে তোলপাড় চলছে।