বিহারে ৫২ লাখ ভোটারের নাম বাদ দেয়ার অভিযোগ

৩ সপ্তাহ আগে
ভারতের বিহার রাজ্যে ভোটার তালিকা থেকে ৫২ লাখ ভোটারের নাম বাদ দেয়ার অভিযোগ তুলেছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো। বুধবার (২৩ জুলাই) এই ইস্যুতে বিহারের বিধানসভায় বাকবিতণ্ডা হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নতুন নয়। বিশেষ করে গত দুই মাস ধরে বিহারে চলমান ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশটির বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো কঠোর সমালোচনা শুরু করে।

 

এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজ্যটিতে ৫২ লাখ ভোটারের নাম বাদ দেয়ার অভিযোগ উঠেছে। আশঙ্কা করা হচ্ছে, নির্বাচনের আগে কমপক্ষে ১ কোটি মানুষকে তালিকা থেকে ছাঁটাই করা হবে। আর এটি করার মধ্য দিয়ে বিহারের শাসক বিজেপি ভোট চুরির সুযোগ পেলো বলে দাবি করছে আরজেডি।

 

আরও পড়ুন: বাড়ি ভাড়া নিয়ে ভুয়া দূতাবাস, স্বঘোষিত রাষ্ট্রদূতকে ধরল পুলিশ!

 

বুধবার বিহার বিধানসভায় এই ইস্যুতে রীতিমতো হট্টগোল বেধে যায়। স্থানীয় বিজেপি জোট সরকারের অন্যতম শরিক এবং বিহারের বিরোধী দল আরজেডির সদস্যদের বাকবিতণ্ডায় বিধান সভার অধিবেশন মুলতুবি করতে বাধ্য হন স্পিকার। দেশটির লোকসভাতেও এ নিয়ে বিক্ষোভ দেখা যায়।

 

নির্বাচন কমিশনের নতুন বিধি অনুযায়ী যাদের জন্ম ১৯৮৭ পর তাদের ভোটার তালিকায় নথি ভুক্ত হতে হলে বাবা-মায়ের জন্ম সনদ বাধ্যতামূলক করা হয়েছে। বিষয়টি নিয়ে দেশটির বিভিন্ন আদালতে দায়ের হয়েছে পিটিশন এবং পাল্টা পিটিশন।

]]>
সম্পূর্ণ পড়ুন