বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৯।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৫ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি মাসুক আহমদকে গ্রেফতার করে র্যাব।
পরে তাকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: এবার রেস্তোরাঁর ডিজিটাল সাইনবোর্ডে 'ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে'
মাসুক আহমদ জৈন্তাপুর থানার জৈন্তিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি জিন্তাপুর থানার চাল্লাইন গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে।
এ বিষয়ে র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল বলেন, বিস্ফোরফ মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে।
]]>