শুক্রবার (১৩ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ্ জালাল আলম। এর আগে বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
সোহরাব হোসেন উপজেলার সদর ইউনিয়নের মহিষারঘোপ গ্রামের মৃত ওয়াদুদ মোল্যার ছেলে ও ফরিদপুর জেলা কৃষকলীগের পানি, সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক বলে জানা গেছে। এছাড়া গ্রেফতারকৃত অপরজন আওয়ামী লীগের সমর্থক রিফাত বিশ্বাস বোয়ালমারী উপজেলার কাদিরদী গ্রামের মৃত বিল্লাল বিশ্বাসের ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ জানুয়ারি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মীর নামে একটি বিস্ফোরক মামলা দায়ের করেন ভ্যানচালক লাভলু সর্দার। মামলায় আলফাডাঙ্গা ছাড়াও পাশের বোয়ালমারী উপজেলার আওয়ামী লীগের প্রথম সারির নেতাকর্মীদের আসামি করা হয়।
আরও পড়ুন: শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়িতে হামলা মামলায় ২ জন গ্রেফতার
সেই মামলায় বৃহস্পতিবার দিনগত গভীর রাতে আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুলকে তার নিজবাড়ি মহিষারঘোপ গ্রাম ও বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী গ্রাম থেকে রিফাত বিশ্বাসকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ। এ মামলার অনেক আসামিকে এর আগে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে অনেকেই জামিনও পেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ্ জালাল আলম জানান, আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলার (মামলা নম্বর-৩) অজ্ঞাতনামা আসামি আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান জেলা কৃষকলীগ নেতা সোহরাব হোসেন বুলবুল ও আওয়ামী লীগের সমর্থক রিফাত বিশ্বাসকে পেনাল কোড ১৪৩/১৪৪/১৪৭/১৪৮/১৪৯/৪২৭/৫০৬ (২)/৩৪/১১৪ তৎসহ ১৯০৮ সালের ধারায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
]]>