বিস্কুট কিনে রাস্তা পার হচ্ছিল তাসনিমা, ট্রলিচাপায় নিহত

১ দিন আগে
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে গরু বোঝাই অবৈধ স্যালোইঞ্জিন চালিত যানের নিচে চাপা পড়ে তাসনিমা আড়াই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

সড়কের পাশের দোকান থেকে বিস্কুট নিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রলিটি তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

 

শনিবার (১০ মে) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তাসনিমা কাজিপুর গ্রামের সৌদি প্রবাসী জয়নাল হোসেনের মেয়ে।

আরও পড়ুন: গাজীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু তাসনিমাকে নিয়ে তার মা মামার বাড়িতে বেড়াতে আসে। ভ্যান থেকে সড়কের পাশে নেমে পাশের দোকান থেকে বিস্কুট নিয়ে সড়ক পার হতে গেলে গরু বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় তাসনিমা। এদিকে স্থানীয় লোকজন ট্রলি ও তার চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।


গাংনী থানার ডিউটি অফিসার আতাউর রহমান জানান, শিশু নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় ট্রলি চালক পুলিশ হেফাজতে রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন