টাইমস অব ইন্ডিয়ার সিনিয়র সহকারী সম্পাদক গৌরব গুপ্তা এক্সে (সাবেক টুইটার) এই খবর জানিয়েছেন। তার বরাত দিয়ে ভারতের একাধিক সংবাদ মাধ্যম রাজিব শুক্লার ঢাকার সভায় যোগ দেওয়ার বিষয়টি জানাচ্ছে।
ভারত বেঁকে বসেছিল বাংলাদেশের সঙ্গে কুটনৈতিক সম্পর্কের অবনতি হওয়ায়। তাদের পাশাপাশি শ্রীলঙ্কা, ওমান এবং আফগানিস্তানও এই সম্মেলন বর্জনে যোগ দিয়েছে বলে জানিয়েছিল ভারতীয় গণমাধ্যম। ফলে সভাটি হওয়া নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দেয়। কারণ সংস্থাটির সংবিধান অনুযায়ী, গুরুত্বপূর্ণ সদস্য দেশগুলোর অংশগ্রহণ ছাড়া এসিসি সভা অকার্যকর হিসেবে গণ্য হতে পারে। সেক্ষেত্রে সামনের এশিয়া কাপের আয়োজনও সংকটের মুখে পড়তে পারত।
আরও পড়ুন: পাকিস্তানকে হোয়াইটওয়াশে চোখ জাকেরের
কিছুদিন আগে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ানো ভারত চেয়েছিল সভাটি অন্য কোথাও স্থানান্তর করতে। কিন্তু পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও এসিসি প্রেসিডেন্ট মহসিন নাকভি বাংলাদেশেই তা আয়োজনে বদ্ধপরিকর ছিলেন। ভারত সভায় অংশগ্রহণে রাজি হয়ে যাওয়ায় তার সামনের জটিলতা কেটে গেল।
সভাকে সামনে রেখে নাকভি এরইমধ্যে ঢাকায় পা-ও রেখেছেন। আজ সকালে বাংলাদেশে এসেছেন তিনি। আগামীকাল থেকে দুই দিনব্যাপী ওই সভা শুরু হবে ঢাকার একটি হোটেলে।
আরও আসছে...