একের পর এক ইস্যুতে বিদ্ধ বাংলাদেশের ক্রিকেট। নিলামে দল পাওয়ার পর কট্টরবাদী হিন্দুদের চাপে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে নিলাম থেকে বাদ দেয়া নিয়ে ঘটনাপ্রবাহের শুরু। ভারতে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে অপরাগতা জানানোর সিদ্ধান্তে নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশ এরপর একই ইস্যু টেনে বিশ্বকাপ খেলতে দেশটিতে যেতে আপত্তি জানায়।
আরও পড়ুন: ‘ঘরের মানুষের এমন মন্তব্য দুঃখজনক’—তামিমকে নিয়ে বিসিবি পরিচালকের মন্তব্যে শান্ত
নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আইসিসির কাছে দুই দফায় চিঠি দিয়েছে বিসিবি। এমন অবস্থায় আবার তামিম ইকবালের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করেন বিসিবির এক পরিচালক। সব মিলিয়ে, নানামুখী ইস্যুতে বিদ্ধ বাংলাদেশের ক্রিকেটাঙ্গন।
এসব ইস্যু ক্রিকেটারদের মনস্তত্ত্বে কোনো প্রভাব ফেলছে কিনা, সেই প্রশ্নের জবাবে আজ (৯ জানুয়ারি) জাতীয় দলের ক্রিকেটার এবং বিপিএলে চট্টগ্রামকে নেতৃত্ব দেয়া শেখ মেহেদী বলেন, ‘আমার মনে হয় না এগুলো নিয়ে কোনো প্লেয়ার চিন্তিত। কারণ আপনি যখন ক্রিকেটে ঢুকলেন, আপনার যত বড়ই সমস্যাই থাকুক না কেন, আপনি ওই টেনশন বাদ দিয়েই কিন্তু ক্রিকেট খেলতে আসেন। বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়।’
আরও পড়ুন: দুর্দান্ত বোলিংয়ে রিশাদের ঝুলিতে ৩ উইকেট, বড় জয় হোবার্টের
বিশ্বকাপে যাওয়ার ক্ষেত্রে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটা নিয়ে খেলোয়াড়দের অবস্থান জানাতে গিয়ে মেহেদী বলেন, ‘অনিশ্চয়তার বিষয়টা ম্যানেজমেন্টে, অফিশিয়ালদের বিষয়। এতে প্লেয়ারদের কোনো হাত নেই। প্লেয়ারদের কাজ খেলা, সেটা আপনি যদি মঙ্গল গ্রহেও খেলতে পাঠান প্লেয়াররা অবশ্যই খেলতে যাবে। এটা নিয়ে আমার মনে হয় না কোনো খেলোয়াড়ের মধ্যে সন্দেহ আছে।’
]]>
৬ দিন আগে
৩








Bengali (BD) ·
English (US) ·