ওরা প্রতিদিন সকালে একসঙ্গে স্কুলে যেতো। আবার বিকালে একসঙ্গে খেলাধুলা ও হই-হল্লোড়ে মেতে উঠতো। মাইলস্টোনের সেই প্রাণোচ্ছ্বল তিন শিশুকে পাশাপাশি তিনটি কবরে একই সময়ে সমাহিত করেছেন তারারটেরবাসী। এরপর থেকে তাদের মন ভালো নেই। কারণ এরআগে এই এলাকায় এমন বিষাদময় দৃশ্য তারা দেখেননি। সন্তানদের মর্মান্তিক বিদায়কে কিছুতে মানতে পারছেন না তাদের বাবা-মায়েরা।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা গেলো... বিস্তারিত