বিশ্বের হাই-প্রোফাইল ফুটবলারদের কাছে মানসিক স্বাস্থ্য এখনো ট্যাবু: এমবাপ্পে

৩ সপ্তাহ আগে
বিশ্বের হাই-প্রোফাইল ফুটবলারদের কাছে মানসিক স্বাস্থ্য এখনো একটা ট্যাবু মাত্র। তাদের উচিত খেলার পাশপাশি মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া। ফ্রান্সের জনপ্রিয় ম্যাগাজিন লেকিপে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।

ব্যস্ত সূচি থাকলেও ফুটবলারদের বিশ্রামের বিষয় নিয়েও সচেতন হওয়া উচিত বলে মনে করেন তিনি। শুধু তাই নয়, ম্যাচ হারলেই সমালোচনা করে মানসিক চাপ না বাড়ানোর অনুরোধ করেন এই রিয়াল মাদ্রিদ তারকা।

 

বেশ কিছুদিন ধরেই ফুটবলারদের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে ফ্রান্সের বিশেকাপজয়ী কিলিয়ান এমবাপ্পেকে। কখনো মাঠে নামার আগে কখনো ম্যাচ শেষ করে। তবে, মেন্টাল হেলথ নিয়ে বেশ সচেষ্ট এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। কিন্তু, হঠাতই কেন তার এমন অবস্থান?

 

ক্লাব ফুটবলে মৌসুম শেষের পরই ক্লাব বিশ্বকাপের তোরজোর। বড় আসরে বড় প্রত্যাশা থাকে দলগুলোকে নিয়ে। নতুন মৌসুমে মাঠে নামার আগেও বিশ্রামের খুব একটা সময় পায়নি দলগুলো। যা নিয়ে মৌসুম শুরুর আগেই লিগ পেছানোর প্রস্তাব দেয় রিয়াল মাদ্রিদ। যদিও সে প্রস্তাবকে আমলেই নেয়নি লা লিগা কর্তৃপক্ষ। ব্যস্ত সূচিতে ফুটবলারদের দম ফেলার ফুরসত নেই। যা নিয়ে এবার মুখ খুললেন ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পে।

 

বিশ্বকাপ বাছাইপর্বে সম্প্রতি দুটি ম্যাচ খেলেছে ফ্রান্স। প্রথম ম্যাচে মাঠে নামার আগেই তিনি জানান, বেশি বেশি ম্যাচ খেলা কখনোই কঠিন কিছু নয়। তবে, ফুটবলারদের বিশ্রামের বিষয়টি নিয়ে সচেতন থাকা উচিত। এবার ফ্রান্সের জনপ্রিয় ম্যাগাজিন লেকিপে দেয়া এক সাক্ষাৎকারে কিলিয়ান জানান, বিশ্বের হাই-প্রোফাইল ফুটবলারদের কাছে এখনো মানসিক স্বাস্থ্য বিষয়টি ট্যাবু। তবে, একজন অ্যাথলিট হিসেবে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন এমবাপ্পে। শুধু তাই নয়, সমালোচনা মানসিক স্বাস্থ্যকে হুমকির মুখে ফেলে দেয় বলেও মন্তব্য করেন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড।

 

তিনি বলেন, ‘আমরা এখনো মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলি না। অনেকেই আছেন যারা মেন্টাল হেলথ নিয়ে রীতিমতো সংগ্রাম করেন। তবে, সেটা প্রকাশ করার উপায় থাকে না। মানসিক স্বাস্থ্য নিয়ে শুরু থেকে কথা বললে সেটা ট্যাবু হতো না। একটি ম্যাচ হারলেই পারফরম্যান্স নিয়ে সমালোচনা শুরু করে দেয় সবাই, ভুলভাবে বিচার করা হয় ফুটবলারদের। সেটা খুবই কঠিন মেনে নেয়া। মানসিক চাপ তৈরি হয় তাতে। বিশ্বের সব হাই-প্রোফাইল ফুটবলারদের এ বিষয়ে সচেতন হওয়া উচিত।’

 

আরও পড়ুন: হারের ম্যাচেও শিষ্যদের নিয়ে সন্তুষ্ট আনচেলত্তি

 

এদিকে, সমালোচকদের ওপর নির্ভর করে নয় বরং আত্ম সমালোচনাকেই বিশেষ গুরুত্ব দেন কিলিয়ান এমবাপ্পে। পারফরম্যান্স ভালো না হলে নিজেই নিজের সমালোচনা করেন এবং শুধরে নেয়ার চেষ্টা করেন। এই আত্ম-সমালোচনার মধ্য দিয়েই তিনি বুঝতে পারেন মানসিক চাপ খেলার ওপর কতখানি প্রভাব ফেলে।

 

ফরাসি এ তারকা বলেন, ‘আমি কখনোই ব্যর্থতা মেনে নিতে পারি না। তাতে যদিও মানুষ আমাকে তিরস্কার করে তাতে আমার কিছু যায় আসে না। আমি নিজের সমালোচনা নিজেই করি। নিজের ওপর কঠোর হওয়ার কারণে আমি শান্তিতে আছি।’

 

আরও পড়ুন: ক্যারিয়ারে একাধিক ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন ইয়ামালের

 

এদিকে, কিলিয়ান এমবাপ্পেকে উদ্দেশ্য করে বর্ণবাদী আচরণ করায় গ্রেফতার করা হলো রিয়াল ওবেইদার এক সমর্থককে। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তার শাস্তির বিষয়টি নির্ধারণ করবে আদালত।

]]>
সম্পূর্ণ পড়ুন