মহাসমারোহে নিজস্ব সংস্কৃতির বর্ষবরণ পালন করছে থাইল্যান্ড। প্রতি বছর ১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত পালন করা হয় থাই বর্ষবরণ সংক্রান। এইসময় দেশটি পরিণত হয় জল খেলা আর আন্দন্দ-উল্লাসের এক ভূখণ্ডে। এই উৎসবের অন্তর্ভুক্তিমূলক পরিবেশ, অনন্যতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে ২০২৪ সালে ইউনেস্কো সংক্রান উৎসবকে বিশ্বের অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
সাংস্কৃতিকভাবে সংক্রান উৎসব মূলত ১৩... বিস্তারিত