এক বিবৃতিতে কলকাতা নাইট রাইডার্স জানিয়েছে, বিসিসিআইয়ের নির্দেশ মেনে মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে দলটি। কেকেআরের জার্সিতে আইপিএল মাতানো হচ্ছে না ফিজের।
আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যেখানে মোস্তাফিজের নিরাপত্তাই ভারত দিতে পারছে না, সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা কীভাবে দেবে ভারত?
আরও পড়ুন: রিশাদের ‘কিপটে’ বোলিং, সিডনিকে হারিয়ে শীর্ষে হোবার্ট
গ্রুপ পর্বে ৪ ম্যাচের মধ্যে বাংলাদেশের ৩টি ম্যাচই কলকাতায়। মোস্তাফিজেরও বেশিরভাগ ম্যাচ খেলার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেনসেই।
বিশ্বকাপ খেলা প্রসঙ্গে সিলেটে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘বিশ্বকাপ আয়োজন করছে আইসিসি, হোস্ট ভারত। আমরা আইসিসির সাথে যোগাযোগ করব এই ব্যাপারে।’
বিসিবি পরিচালক এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন নিরাপত্তার ব্যাপারে বলেছেন, ‘আইসিসি ২০২১ সালে সেইফটি সিকিউরিটিতে কিছু সংশোধনী এনেছে। আইসিসি নির্ধারণ করবে কোনটা ঠিক হবে। আইসিসিই নির্ধারণ করবে (কোথায় বাংলাদেশের ম্যাচ হবে)।’
আরও পড়ুন: ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বিসিসিআই’র সঙ্গে কথা বলবে বিসিবি
আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতের। গত বছর এই সিরিজটিই স্থগিত করা হয়েছিল। তবে এবারও কি সেই সিরিজ পিছিয়ে যাবে? এমন প্রশ্নের জবাবে আমজাদ জানান, ‘না এটা এখনও আমাদের সাথে যোগাযোগ করা হয়নি।’
আমজাদ আরও বলেন, ‘আজকেই এসেছে ব্যাপারটা। প্লেয়ারদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ প্রাধান্য। নিরাপত্তা নিশ্চিত করতে যা দরকার, এটাই আমরা করব। এই ব্যাপার বিবেচনা করেই আইসিসির সাথে যোগাযোগ করব আমরা। নেতিবাচক শব্দগুলো যদি পরিহার করি, ছোট করা হচ্ছে, নিন্দনীয় এসব থেকে বের হয়ে আসি। এগুলো আগে আমরা দেখিনি। আমরা আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানি না, এর আগে তো কিছু করা যাচ্ছে না। প্লেয়ারদের নিরাপত্তাই সবসময় প্রাধান্য দেই আমরা।’
]]>
১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·