বিশ্বকাপে জায়গা করে গাড়ি উপহার পেলেন উজবেকিস্তানের ফুটবলাররা

৩ সপ্তাহ আগে
প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে জায়গা করে নেওয়ায় উজবেকিস্তানের ফুটবলাররা দেশটির প্রেসিডেন্টের কাছ থেকে নতুন গাড়ি উপহার পেয়েছেন। কাতারের বিপক্ষে ম্যাচ শেষে পূর্বঘোষণা অনুযায়ী প্রত্যেক খেলোয়াড়কে এ উপহার তুলে দেওয়া হয়।

গত ৫ জুন আবুধাবিতে ইতিহাসে নাম লিখিয়েছিল উজবেকিস্তান। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ড্র করে প্রথমবারের মতো তারা জায়গা নিশ্চিত করে ফিফা বিশ্বকাপে। তাদের এমন অর্জনকে স্বীকৃতি দিতে সে সময় প্রত্যেক খেলোয়াড়কে নতুন গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ।

 

বিশ্বকাপে জায়গা নিশ্চিতের আনন্দ উদযাপন আর খেলোয়াড়দের উপহার দেওয়ার জন্য মঞ্চ প্রস্তুত করা হয় ঘরের মাটিতে কাতারের বিপক্ষে ম্যাচে। বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে মঙ্গলবার (১০ জুন) রাতে কাতারকে ৩-০ গোলে হারিয়ে সে আনন্দ দ্বিগুণ করেন উজবেকিস্তানের ফুটবলাররা।

 

আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত হলো যাদের

 

তাদেরকে উপহার দেওয়ার জন্য এদিন গাড়িগুলো মাঠে এনে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়। বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পরই চীনের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির নির্মিত চ্যাম্পিয়ন কার উপহার দেওয়ার বিষয়টি ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট শাভকাত। আর মঙ্গলবার (১০ জুন) বুঝিয়ে দেওয়া হয় প্রতিশ্রুত সেই গাড়িগুলো।

 

আরও পড়ুন: ঘরের মাঠে ইংল্যান্ডকে হারের লজ্জা দিল সেনেগাল


২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করার পথে এশিয়া অঞ্চলের গ্রুপ ‘এ’তে ইরানের পর দ্বিতীয় স্থানে থেকে বাছাইপর্ব শেষ করেছে উজবেকিস্তান। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২১। এই গ্রুপ থেকে ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে ইরান।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন