বিশ্বকাপজয়ী গাত্তুসোর কাঁধে ইতালির দায়িত্ব

৩ সপ্তাহ আগে
জিয়ানলুইজি বুফন আগেই জানিয়ে দিয়েছিলেন, ইতালির কোচ হতে যাচ্ছেন ২০০৬ সালের বিশ্বকাপজয়ী ফুটবলার জেন্নারো গাত্তুসো। বুফন জানানোর কয়েক ঘণ্টা পরই রোববার (১৫ জুন) ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে গাত্তুসোর নাম।

গত সপ্তাহে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নরওয়ের কাছে ৩-০ গোলে হারে ইতালি। এমন শোচনীয় হারের পরই বরখাস্ত হন লুসিয়ানো স্পাল্লেত্তি। তার এক সপ্তাহের মধ্যে নতুন কোচ নিয়োগ দিল এফআইজিসি। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সুত্রের বরাতে রয়টার্স লিখেছে, এক বছরের জন্য দায়িত্ব দেয়া হয়েছে গাত্তুসোকে।


গাত্তুসো সম্প্রতি ক্রোয়েশিয়ার ক্লাব হাজদুক স্প্লিট থেকে বিদায় নেন। কোচিং ক্যারিয়ারে তিনি এর আগে এসি মিলান, নাপোলি এবং ভ্যালেন্সিয়ার মতো ক্লাবের সঙ্গেও কাজ করেছেন। এখন তার সামনে বড় দায়িত্ব—ইতালিকে ২০২৬ বিশ্বকাপে তুলতে নেতৃত্ব দেয়া।


আরও পড়ুন: ইরান-ইসরাইল যুদ্ধের কারণে তেহরানে আটকা ইন্টার মিলান স্ট্রাইকার 
 

🚨🇮🇹 Official: Gennaro Gattuso has been appointed as new Italy national team head coach. pic.twitter.com/gDrO6XU0x3

— Fabrizio Romano (@FabrizioRomano) June 15, 2025



আগামী সেপ্টেম্বরেই ইতালির দুটি গুরুত্বপূর্ণ বাছাইয়ের ম্যাচ রয়েছে এস্তোনিয়া এবং ইসরায়েলের বিপক্ষে।


বর্তমানে ইতালি তাদের বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ ‘আই’-তে ৯ পয়েন্টে পিছিয়ে আছে শীর্ষে থাকা নরওয়ের চেয়ে। যদিও আজ্জুরিরা এখনও দুটি ম্যাচ কম খেলেছে। পরপর দুটি বিশ্বকাপে (২০১৮ ও ২০২২) অনুপস্থিত থাকার পর এবার ইতালির নতুন কোচের গুরুদায়িত্ব দলকে বিশ্বকাপে নেয়া। 

]]>
সম্পূর্ণ পড়ুন