গত ম্যাচেই জানানো হয়েছিলো, ইকুয়েডরের বিপক্ষে বিশ্রামে রাখা হবে লিওনেল মেসিকে। ফলে এই ম্যাচে ছিলেন না তিনি। তার পাশাপাশি ইকুয়েডরের বিপক্ষে ৫ পরিবর্তন নিয়ে মাঠে নামে স্ক্যালোনির দল। তবে দলে পরিবর্তন এনেও লাভ হয়নি। ইকুয়েডরের বিপক্ষে হেরে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
বিবর্ণ পারফরম্যান্সের মাঝে ৩১তম মিনিটে বড় ধাক্কাটা খায় আর্জেন্টিনা। পাল্টা আক্রমণে সবাইকে পেছনে ফেলে এগিয়ে যান এনার ভ্যালেন্সিয়া। তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন ৩৭ বছর বয়সি ডিফেন্ডার ওতামেন্দি।
আরও পড়ুন: রোনালদোর রেকর্ডের ম্যাচে হাঙ্গেরিকে হারাল পর্তুগাল
প্রথমার্ধের বাড়ানো সময়ে পেনাল্টি পায় ইকুয়েডর। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ভ্যালেন্সিয়া। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ে মোইসেস কাইসেদো। এরপর স্বাগতিকদের আক্রমণের ধার কমে যায়।
তবে সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি স্ক্যালোনির দল। পুরো ম্যাচে গোলের জন্য আটটি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
বিশ্বকাপ বাছাইয়ে ১৮ ম্যাচে ১২ জয় ও ২ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বাছাইপর্ব শেষ করল আর্জেন্টিনা। ১৮ ম্যাচে ইকুয়েডরের পয়েন্ট ২৯, তারা বাছাইপর্ব শেষ করেছে দ্বিতীয় অবস্থানে থেকে।