বিশ্বকাপ ড্রয়ের অনুষ্ঠানেও ট্রাম্পের দাবি— ভারত-পাকিস্তান যুদ্ধ তিনিই থামিয়েছেন

২৩ ঘন্টা আগে
সারাবিশ্বে মোট আটটি যুদ্ধ থামিয়েছেন, এমনটাই দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এর মধ্যে রয়েছে ভারত-পাকিস্তান যুদ্ধও। শুক্রবার (৫ ডিসেম্বর) ২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে আরও একবার এমনটা দাবি করলেন ট্রাম্প।

আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। তার ১৮৮ দিন আগে অর্থাৎ, গত রাতে হয়ে গেলো বিশ্বকাপের ড্র। ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে আয়োজিত সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে শান্তি পুরস্কার গ্রহণ করেছেন ট্রাম্প। 

 

বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ ও সংঘাত থামিয়ে বিশ্বব্যাপী শান্তি বার্তা নিয়ে আসায় তাকে প্রথম ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়া হয়েছে। ট্রাম্পের হাতে শান্তি পুরস্কারের পদক তুলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইফান্তিনো। 

 

আরও পড়ুন: চূড়ান্ত হলো বিশ্বকাপের সব গ্রুপ, এক নজরে দেখে নিন কোন গ্রুপে কোন দল

 

তবে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে উঠে এলো ভারত-পাকিস্তান যুদ্ধের কথা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও একবার দাবি করলেন, ভারত-পাকিস্তান যুদ্ধ নাকি তিনিই থামিয়েছেন। এর আগেও একাধিকবার এমন দাবি করেছেন ট্রাম্প। 

 

ট্রাম্পের হাতে শান্তি পুরস্কার তুলে দেওয়ার পর এক ভিডিওতে দেখানো হয় কীভাবে বিভিন্ন দেশে যুদ্ধ পরিস্থিতি সামালেছেন তিনি। সেই ভিডিওতে ট্রাম্পের সঙ্গে দেখা গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। 

 

আরও পড়ুন: বিশ্বকাপের গ্রুপ পর্বেই মুখোমুখি হল্যান্ড-এমবাপ্পে, আলাদা গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা

 

ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, সারা বিশ্বে মোট আটটি যুদ্ধ থামিয়েছেন তিনি। ফিফার অনুষ্ঠানে তিনি বলেন, ‘সারা বিশ্বে লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছি আমরা। কঙ্গোয় এক কোটি মানুষ মারা গিয়েছিল। পরিস্থিতি যেদিকে এগোচ্ছিল, তাতে আরও এক কোটি মানুষ মারা যেতেন। ভারত-পাকিস্তানের ক্ষেত্রেও আমরা ওই দুই দেশের যুদ্ধ শুরু হওয়ার আগেই তা থামিয়ে দিয়েছি।’ 

 

তবে ভারত-পাকিস্তানের যুদ্ধ যে ট্রাম্প থামিয়েছেন, তার এমন দাবি একাধিকবার খারিজ করে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

]]>
সম্পূর্ণ পড়ুন