বিশ্ব ফুটবলে ফেরার অপেক্ষায় রাশিয়া

৩ সপ্তাহ আগে
ইউক্রেনে আগ্রাসন চালিয়ে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ফিফা ও উয়েফার সব ধরনের প্রতিযোগিতায় নিষেধাজ্ঞার কবলে পড়ে রাশিয়া। জাতীয় দলের বাইরে তাদের কোনো ক্লাবও বৈশ্বিক ও ইউরোপের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি। তবে নির্বাসনের সে সময় কাটিয়ে এবার বিশ্ব ফুটবলে ফেরার অপেক্ষায় রাশিয়া।

সার্বিয়ার বেলগ্রেডে বৃহস্পতিবার (৩ এপ্রিল) উয়েফার কংগ্রেসে উপস্থিত হয়ে সে বার্তা-ই দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

 

সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতি নিয়ে চলছে আলোচনা। সংঘাত ছেড়ে শান্তির পথে এগোতে দুই পক্ষের মধ্যে সমঝোতা করছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। ইনফান্তিনোও তাই রাশিয়ার ফুটবলকে নির্বাসন থেকে ফেরানোর বিষয়ে আশাবাদী।

 

উয়েফার কংগ্রেসে উয়েফার কংগ্রেসে বলেন, ‘ইউক্রেইনে শান্তির আলোচনা চলছে। আশা করি, শিগগিরই আমরা পরের ধাপে যেতে পারব এবং রাশিয়াকে বিশ্ব ফুটবলের দৃশ্যপটে ফেরাতে পারব, কারণ এর মানে, সব সমস্যারই সমাধান হয়ে যাবে।’

 

আরও পড়ুন: বুকে ব্যথা নিয়ে হাসপাতালে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল

 

ফুটবল ঐক্যে বিশ্বাসী বার্তা দিয়ে তিনি আরও বলেন, ‘সেটিকেই স্বাগত জানাতে হবে আমাদের, সেটির জন্যই প্রার্থনা করতে হবে আমাদের। কারণ, ফুটবল মানে এসবই। ফুটবল মানে বিভাজন নয়, ফুটবল মানে ছেলে হোক বা মেয়ে বা যে যেখানে থাকুক, সবাইকে একতাবদ্ধ করা।’

 

ফিফা সভাপতির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উয়েফা প্রধান আলেকসান্দের চেফেরিনও বলেন, ‘যখনই যুদ্ধ শেষ হবে, রাশিয়কে আবার ফেরানো হবে।’

 

আরও পড়ুন: ওলমো ও ভিক্তরকে খেলার অনুমতি দিল স্পেনের ক্রীড়া মন্ত্রণালয়

 

তবে নির্বাসন থেকে ফিরলেও ২০২৬ বিশ্বকাপের দরজা বন্ধ রাশিয়ার জন্য। তাদেরকে চিন্তা করতে হবে ২০৩০ বিশ্বকাপ নিয়ে। 

]]>
সম্পূর্ণ পড়ুন