বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে দ.আফ্রিকার লক্ষ্য ‘২৮২’

৩ সপ্তাহ আগে
লর্ডসে বোলারদের দাপটে মাত্র তিন দিনেই শেষ হওয়ার পথে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রথম ইনিংসে ২১২ রান করা অস্ট্রেলিয়া কাগিসো রাবাদা-লুঙ্গি এনগিদিদের তোপে দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে আরও আগে। প্রথমবার আভিজাত্য ফরম্যাটের বিশ্ব শিরোপা জিততে দক্ষিণ আফ্রিকার দরকার ২৮২ রান।

৮ উইকেটের বিনিময়ে ১৪৪ রান করে দ্বিতীয় দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। শুক্রবার (১৩ জুন) তৃতীয় দিন মাঠে নেমে দলের খাতায় ৬৩ রান যোগ করে অলআউট হয়ে যায় অজিরা। অবশ্য এদিন দেড়শ’র আগেই দ্বিতীয় ইনিংস শেষ হওয়ার কথা ছিল অজিদের। তবে বোলার হয়েও ব্যাটারের দায়িত্ব নিয়ে প্রোটিয়াদের জয়ের পথ কঠিন করে দিলেন মিচেল স্টার্ক। ১৩৬ বল খেলে তিনি অপরাজিত ছিলেন ৫৮ রানে। শেষ উইকেটে জশ হ্যাজেলউডকে নিয়ে গড়েছেন ৫৯ রানের জুটি।

 

লর্ডসের প্রথম দিন থেকেই চলছে বোলারদের একক আধিপত্য, বিশেষ করে পেসারদের। প্রথম ইনিংসে মাত্র ২১২ রানে অলআউট হয়েছিল অজিরা। ব্যু ওয়েবস্টারের ৭২ আর স্টিভেন স্মিথের ৬৬ রানের ইনিংস ছাড়া উল্লেখযোগ্য ইনিংস ছিল না অন্য কারও। অজিদের অল্প রানে আটকে রাখার পথে ৫১ রান খরচায় ৫ ‍উইকেট নিয়েছিলেন রাবাদা। ৪৯ রান খরচায় ৩ উইকেট নিয়েছিলেন মার্কো ইয়ানসেন।

 

আরও পড়ুন: ৩৭০ রান তাড়া করে নেদারল্যান্ডসের বিশ্বরেকর্ড

 

তবে বোলাররা যতটা ক্যারিশমা দেখিয়েছিলেন, ঠিক ততটাই ব্যর্থ হয়েছেন ব্যাটাররা। লিড নেওয়ার দারুণ সুযোগ থাকলেও অজি পেসারদের তোপে দাঁড়াতে পারেনি টেম্বা বাভুমার দল। ডেভিড বেডিংহ্যামের ৪৫, বাভুমার ৩৬, রায়ান রিকেলটনের ১৬ আর কাইল ভেরেন্নের ১৩ রানের ইনিংস ছাড়া বাকিদের কেউ দুই অঙ্কের ঘরেও প্রবেশ করতে পারেননি। প্রথম ইনিংসে মাত্র ১৩৮ রান তুলতে সক্ষম হয় প্রোটিয়ারা। ২৮ রান খরচায় একাই ৬ উইকেট তুলে নেন কামিন্স। 

 

এরপর বল হাতে অবশ্য ফের প্রোটিয়াদের লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন রাবাদা-এনগিদিরা। অজিদের দ্রুতই অলআউট করার পথেই ছিলেন তারা। কিন্তু দশম উইকেট জুটিতে সব নড়বড়ে করে দেন স্টার্ক। তাতে দেড়শ করতে হিমশিম খাওয়া অজিদের ইনিংস থামে ২০৭ রানে। স্টার্কের অপরাজিত ফিফটির বাইরে উল্লেখযোগ্য ইনিংস বলতে অ্যালেক্স ক্যারির ৪৩ আর মার্নাস লাবুশেন করেন ২২ রান। প্রথম ইনিংসে ফাইফার নেওয়া রাবাদা দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন। ৩ উইকেট নিয়েছেন এনগিদি।

 

আরও পড়ুন: দায়িত্ব পেয়েই আশার কথা শুনালেন মিরাজ

 

দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে না পারলেও প্রথম ইনিংসে ৭৪ রানের লিড পাওয়ায় সুবিধাজনক অবস্থানেই আছে অজিরা। প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে বড় ভূমিকা পালন করতে হবে প্রোটিয়া ব্যাটারদের। স্বপ্ন পূরণে কামিন্স-মিচেল স্টার্কদের গতি আর সুইংকে মোকাবিলা করতে হবে ধৈর্য ও তীক্ষ্ণ বুদ্ধির সঙ্গে।

 

এবার শিরোপা জিতলে টানা দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতবে অস্ট্রেলিয়া। ২০১৯-২১ চক্রের প্রথম শিরোপা নিউজিল্যান্ড জেতার পর গত চক্রে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল কামিন্সরা। অন্যদিকে প্রথমবার ফাইনাল খেলছে প্রোটিয়ারা।
 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন