বুধবার (১১ জুন) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮৪৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৩৩২ জন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮০ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: রাজবাড়ীতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা গ্রেফতার
এ সময় ১টি দা, রামদা ১টি, চাকু ১টি, ছোরা ১টি ও ১টি কাটিং প্লাস উদ্ধার করা হয়েছে।
পুলিশের এ বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানান এআইজি ইনামুল হক সাগর।