বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬১৬

১ সপ্তাহে আগে
পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৬১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বিকেলে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৬০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৫৬ জন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
 

আরও পড়ুন: ১৪৪ ধারা ভেঙে পরীক্ষার হলে ঢুকে পড়লেন ছাত্রদল নেতা


এ ছাড়া অভিযানে বিদেশি পিস্তল, শটগানের কার্তুজসহ অপরাধমূলক কাজে ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়।


পুলিশের এ বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানান এআইজি ইনামুল হক সাগর।

]]>
সম্পূর্ণ পড়ুন